মহিলাদের প্রতি সম্মান জানাতে ও তাঁদের প্রতি নাগরিক দায়িত্ব স্মরণ করিয়ে দিতে মঙ্গলবার এক অভিনব উপস্থাপনা করলেন বইমেলার উদ্যোক্তারা। তথ্য ও সংস্কৃতি দফতরের আসানসোল শাখার যৌথ উদ্যোগে বাউল গানের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী নির্যাতন থেকে বাল্যবিবাহ, পণপ্রথা থেকে বধূহত্যা সবই ছিল গানের বিষয়। এছাড়াও মহিলাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পও বাউল গানের মাধ্যমে ‘বইপোকা’দের জানানো হয়।
|
আসানসোল বইমেলায় বিলি হল পিঠে। ছবি: শৈলেন সরকার। |
শীতের মেলা আর পিঠেপুলি। এই যুগলবন্দিতে মজল মকর সংক্রান্তির দুপুরের বইমেলাও। মঙ্গলবার দুপুরে হঠাৎই এক দল তরুণ মেলার মাঠে এসে পিঠে বিলোতে শুরু করেন সব্বাইকে। পরে জানা যায় প্রেস ক্লাবের সদস্যদেরই উদ্যোগ এটি। পাটি সাপটা, মুগ পুলি, নলেন গুড়ের পায়েসে মুখ মিষ্টি করে এক খাদ্য রসিকের টিপ্পনি, “সাংবাদিকদের পেটে এই পিঠে পেটে সইবে তো!” |