মকর সংক্রান্তির দিন স্নান করতে গিয়ে দামোদরে তলিয়ে গেলেন দুই বন্ধু। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে মেজিয়ায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকদের নাম ঝন্টু ঘোষ (২২) ও পাপ্পু ঘোষ (২১)। তাঁদের বাড়ি দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রামে। পরে বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। তল্লাশি চালিয়েও রাত পর্যন্ত ওই দুই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দুর্গাপুরের বনগ্রাম এলাকা থেকে কয়েক জন যুবক কুঠিডাঙায় পিকনিক করতে যান। দুপুর ২টো নাগাদ পাপ্পু ও ঝন্টু-সহ পাঁচ যুবক একটি নৌকায় চেপে দামোদরের অন্য পাড়ে মেজিয়ায় যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে স্নান করতে নেমেই এই বিপত্তি ঘটে। জলের তোড়ে প্রথমে তলিয়ে যান পাপ্পু। এর পরে একই ভাবে তলিয়ে যান ঝন্টু। সঙ্গীরা তাঁদের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেও সফল হননি। পরে তাঁরা নৌকা করে কুঠিডাঙায় ফিরে এসে ঘটনার কথা বাকিদের জানান। রাজীব ধর নামে এক যুবক বলেন, “আমরা পিকনিক করতে এসেছিলাম। এই রকম ঘটনা ঘটবে ভাবতেও পারিনি।”
স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধারের জন্য পুলিশকে জাল ফেলার দাবি জানালেও পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলটি বাঁকুড়া জেলার মধ্যে পড়ে। তাই এ ক্ষেত্রে যা করার সেখানকার পুলিশই করবে। এর পরে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি অজয় প্রসাদ লাঠি চালানোর কথা অস্বীকার করে বলেন, “দুই যুবকের খোঁজে আমাদের দিক থেকে বাঁকুড়া পুলিশকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।” |