ভোট নিয়ে নিষেধাজ্ঞা আদালতের
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর কলেজের ছাত্র সংসদ ভোটে নিষেধাজ্ঞা জারি করল মহকুমা আদালত। সোমবার মহকুমা আদালত (সিভিল) বিচারক নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দত শুক্রবার কলেজের নির্বাচন নিয়ে অনিয়মের নালিশ করে আদালতে মামলা করেন কলেজের দু’জন ছাত্র। সোমবার মামলার শুনানি না হলেও এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে আদালত। ছাত্রদের আইনজীবী মসরুর আলম বলেন, “ইসলামপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি অভিযোগ তুলে দুই ছাত্র আদলতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলাতেই ইসলামপুর নিম্ন আদালতের (সিভিল) বিচারক ওই নির্দেশ দেন।” যত দিন না পর্যন্ত পরবর্তী কোনও নির্দেশ জারি হয়, তত দিন ইসলামপুর কলেজ ভোটের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সেই নির্দেশ ইসলামপুর কলেজেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছে। কলেজের অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালত থেকে ইসলামপুর কলেজে একটি নির্দেশ এসেছে। কলেজ পরিচালন সমিতির বৈঠক করা হবে। এই নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে।” সোমবার ছিল ইসলামপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অন্য কোনও সংগঠন মনোনয়ন জমা না দেওয়ায় বিকেলে ইসলামপুরে শহরের মিছিলও বের করে তৃণমূল ছাত্র পরিষদ। উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতা জাভেদ আখতার এ দিন বলেন, “আদালতের রায় নিয়ে মন্তব্য করব না। ইসলামপুর কলেজের মনোনয়ন তুলতে বা জমা দিতে কাউকেই বাধা দেওয়া হয়নি। তবে অন্য ছাত্র সংগঠনগুলির কলেজে তেমন ভাবে অস্তিত্বই নেই, তাই কেউ মনোনয়নপত্রই তোলেননি।”
|
প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম ইসমাইল শেখ। নির্যাতিতা ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার ১৯ বছরের ধৃত ইসমাইলকে আদালতে তোলা হলে জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ধৃত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। খুব শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।” ৬ বছর বয়সী ওই ছাত্রী রবিবার দুপুরে ছাগলের ঘাস কাটতে বাড়ির পাশের একটি মাঠে গিয়েছিল। অভিযোগ, দুপুর দু’টো নাগাদ পড়শি যুবক ইসমাইল মাঠে গিয়ে ছাত্রীকে একা পেয়ে তার বাড়িতে নিয়ে যেতে চায়। ছাত্রীটি রাজি না হলে জোর করে পাশের একটি পুকুর পাড়ে তাকে ধর্ষণ করে ইসমাইল পালিয়ে যায় বলে অভিযোগ। পুকুর পাড়ে সংজ্ঞাহীন ছাত্রীটিকে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা তাকে বাড়িতে নিয়ে যান। ছাত্রীটির মা বলেন, “বাসিন্দারা মেয়েকে পুকুর পাড় থেকে উদ্ধার করে বাড়ি আনার পরই অভিযুক্ত ছেলের পরিবারের লোকেরা বাড়িতে এসে হুমকি দিতে শুরু করে। থানায় অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়। তাই প্রথমে থানায় অভিযোগ জানাতে সাহস পাইনি।” সন্ধ্যাবেলা ছাত্রীর বাবা বাড়িতে এসে ঘটনাটি শুনে একাংশ গ্রামবাসীকে নিয়ে কালিয়াচক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
|
সাইকেল ভ্যানে ধাক্কা লেগে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির মৃত্যু হল হাসপাতালে। গুরুতর জখম হয়েছেন বাইকের চালকও। মালদহের রতুয়ার চাঁদপুরে রতুয়া-মালদহ রাজ্য সড়কের উপর রবিবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সোমবার ভোরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বাইক আরোহী মহম্মদ মকসুদ আলির (৪০)। তিনি পরাণপুর মালদাপট্টি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। |