টুকরো খবর
টেস্টপেপার নিয়ে নালিশ
এবিটিএ-র উচ্চ মাধ্যমিকের টেস্টপেপার পুরুলিয়ার কালোবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। পুরুলিয়া শহরের খোলা বাজারে কয়েকটি দোকানে এই টেস্টপেপারের দাম বেশি চাওয়া হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। বেশি দাম না দিলে বই বিক্রি হবে না বলেও বলা হচ্ছে। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক অসীম কর বলেন, “এ রকম কোনও অভিযোগ আমাদের কাছে নেই। তবে, অভিযোগ যখন উঠেছে, খোঁজ নেওয়া হবে। এই বইটি জেলায় এসেছে ১ জানুয়ারি। এত দিনে বইটি স্থানীয় বাজারে যথেষ্টই পাওয়া যাচ্ছে। তাই এ রকম হওয়ার কথা নয়।” এবিটিএর পুরুলিয়া জেলা শাখার সম্পাদক বিভূতি প্রামাণিকও বলেন, “এ রকম অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে, আমরাও এ ব্যাপারে খোঁজখবর করব।”

কংগ্রেসের বিক্ষোভ বাঁকুড়ায়
নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে চললেও প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে নাএই অভিযোগ তুলে সোমবার বাঁকুড়ায় জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস। শতাধিক কংগ্রেস কর্মী এ দিন বাঁকুড়া বঙ্গবিদ্যালয় থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ষণের মতো ঘটনা রুখতে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই বারবার ঘুরে ফিরে পার্কস্ট্রিট, কামদুনির মতো ঘটনা ঘটছে। সম্প্রতি মধ্যমগ্রামের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।”

ডিভিসি-র প্রকল্প নিয়ে ময়দানে বিজেপি
ডিভিসি-র প্রকল্পে কর্মসংস্থানে স্থানীয় ও জমিহারাদের অগ্রাধিকারের দাবি তুলে সোমবার রঘুনাথপুরের মহকুমাশাসককে স্মারকলিপি দিয়েছে বিজেপি। দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা। রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পে জমিহারাদের কর্মসংস্থানের দাবিতে আগে থেকেই আন্দোলন চলছে। জমিহারাদের নিয়ে গঠিত স্থানীয় দু’টি সংগঠন ওই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব। এ বার আসরে নেমেছে বিজেপি। দলের পুরুলিয়া জেলা সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় জানান, নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ এলাকায় ডিভিসি তাদের বড় প্রকল্প রূপায়িত করছে। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি-র হওয়ায় স্থানীয় জমিহারারা তাঁদের কাছে নিয়োগ নিয়ে দাবিদাওয়া জানিয়েছেন। কিন্তু, তাপবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় জমিহারাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা ডিভিসি ও প্রশাসন বললেও বাস্তবে তা কার্যকরী হচ্ছে না বলে বিকাশবাবুর অভিযোগ। তিনি বলেন, “আমরা প্রশাসনকে বলেছি, রঘুনাথপুর এলাকায় শিল্পায়ন করতে হলে স্থানীয় জমিহারাদের দাবিকে অগ্রাধিকার দিতেই হবে। তা না হলে যে ধরনের আন্দোলন ডিভিসি-র প্রকল্পে শুরু হয়েছে, পরবর্তী সময় অন্য এলাকাতেও তা শুরু হবে। ফলে সুষ্ঠুভাবে শিল্পায়ন করতে হলে প্রশাসনকে আরও সক্রিয় ভাবে এগিয়ে আসতে হবে।” পাশাপাশি ডিভিসি-র ওয়াটার করিডর তৈরির ক্ষেত্রে স্থানীয় মানুষজন সক্রিয় প্রতিরোধ না করলেও পুলিশ ইতিমধ্যে কয়েক জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। মহকুমাশাসক বলেন, “ডিভিসি-র প্রকল্পে স্থানীয় জমিহারাদের কর্মসংস্থানের বিষয়ে আগেও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা জমিহারাদের নিয়োগে অগ্রাধিকার দিতে নীতিগত ভাবেই ইচ্ছুক।”

খাতড়ায় দেহসৌষ্ঠব
বাঁকুড়া জেলা ‘বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনে’র পরিচালনায় ও ভারত সেবাশ্রম সঙ্ঘের খাতড়া শাখার ব্যবস্থাপনায় জেলা ১৮তম দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা হয়েছে রবিবার। খাতড়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে জেলার শতাধিক প্রতিযোগী যোগ দেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমাশাসক শুভেন্দু বসু। উপস্থিত ছিলেন সঙ্ঘের খাতড়া শাখার অধ্যক্ষ স্বামী নির্মোহানন্দ, সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রিয়ানন্দ, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মণ্ডল প্রমুখ।

ভলিবল
কাশীপুর থানার পুলিশের উদ্যোগে হয়ে গেল এক দিনের ভলিবল প্রতিযোগিতা। রবিবার কাশীপুর থানা চত্বরে আয়োজিত ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এলাকার ১৬টি দল। ফাইনালে কাশীপুর থানার পুলিশকর্মীদের দলকে হারিয়ে দেয় আদ্রার ভলিবল অ্যাকাডেমি। উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ পুলিশের আধিকারিকেরা। জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে এই প্রতিযোগিতার আয়োজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.