টুকরো খবর |
১০ ফেব্রুয়ারি বইমেলা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা এ বার হচ্ছে মহিষাদলে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা গ্রন্থাগার দফতরের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় নবম বর্ষের বইমেলা আগামী ১০-১৬ ফেব্রুয়ারি মহিষাদল রাজ ময়দানে অনুষ্ঠিত হবে। মেলায় একশোটি বইয়ের স্টল থাকবে। প্রতিদিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। সোমবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাঘরে এই মেলার প্রস্তুতি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারিক ইন্দ্রজিৎ পাল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তপন তরফদার, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন প্রমুখ।
|
নিখোঁজ যুবকের সন্ধান
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক দু’দিন পর উদ্ধার হল বেহুঁশ অবস্থায়। গত শুক্রবার সন্ধ্যা থেকে তমলুক শহর সংলগ্ন নকিবসান এলাকার শান্তনু মিশ্র নামে বছর আঠারোর ওই যুবক নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে প্রায় ১০ কিলোমিটার দূরে সাউতানচক এলাকার তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের ধার থেকে বেঁহুশ অবস্থায় তাঁকে উদ্ধার করেন বাবা দেবাশিস মিশ্র। তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় শান্তনুকে। সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্ঞান ফেরেনি। দেবাশিসবাবু প্রতিবেশী গিরিধর মাইতির বিরুদ্ধে ছেলেকে মাদক খাইয়ে বেহুঁশ করার অভিযোগ দায়ের করেছেন থানায়।
|
লিফ্ট ছিঁড়ে জখম তিন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ায় বানেশ্বর চকের সিইএসসির পাওয়ার প্লান্টে কাজ করার সময় লিফ্ট ছিঁড়ে গুরুতর জখম হলেন এক ইঞ্জিনিয়ার-সহ দুই কর্মী। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ ওই দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার অশোককুমার ঘাঁটা ও কর্মী শেখ আলমকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোপাল বিশ্বাস নামে আহত অন্য কর্মী হলদিয়ার এক নার্সিংহোমে ভর্তি। ঘটনার কথা স্বীকার করলেও কোনও মন্তব্য করতে চাননি সিইএসসির ওই ইউনিটের জেনারেল ম্যানেজার সুদীপ্ত মুখোপাধ্যায়। সিইএসসি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে প্রায় সত্তর ফুট উপরে পাওয়ার প্লান্টের চিমনি লাগোয়া একটি কাঠামো তৈরির কাজ চলায় সময় ওই কর্মীরা লিফ্টের তার ছিঁড়ে নীচে পড়ে যান। লিফ্টের মোটর বিকল হয়েই ওই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান।
|
ধিক্কার মিছিল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
তমলুকে কংগ্রেসের ধিক্কার মিছিল |
মধ্যমগ্রামে কিশোরীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোমবার বিকেলে তমলুক শহরে ধিক্কার মিছিল করল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। মধ্যমগ্রাম কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারদা কাণ্ড-সহ রাজ্য জুড়ে চিট-ফান্ড কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা কংগ্রেস নেতৃত্ব।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্বামীর সাইকেলে চেপে চিকিৎসা করাতে যাচ্ছিলেন মারিশদা থানার কুমিরদা গ্রামের বাসন্তী সাঁতরা(৪১)। পথে সাইকেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর। রবিবারের ঘটনা। একটি মোটর ভ্যান রিকশাকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
|
ঝাড়গ্রামে সিবিআই |
প্রায় সাড়ে তিন বছর ধরে নিখোঁজ ঝাড়গ্রামের নলবনার যুবক দিল্লেশ্বর মাহাতো। তাঁর সন্ধানে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই সূত্রে সোমবার ঝাড়গ্রাম এসেছিল সিবিআইয়ের একটি দল। সিবিআইয়ের মুখপাত্র কাঞ্চন প্রসাদ বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশেই আমরা ওই যুবককে খোঁজার চেষ্টা করছি।” কাজের জন্য ঝাড়খণ্ডের গোলমুড়ি এলাকায় গিয়ে ২০১০ সালের জুলাই মাস থেকে নিখোঁজ হয়ে যান দিল্লেশ্বর। স্বামীর খোঁজে বহুবার পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী শেফালি। সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। শেফালির বক্তব্য, “মানুষটা বেঁচে আছে না নেই, থাকলে কোথায় আছে সেটাই শুধু জানতে চাই।” |
কোথায় কী |
মঙ্গলবার
গঙ্গোৎসব
কাঁথির ক্যানেল পাড়ে সাগর সঙ্গম গোষ্ঠী পরিচালিত গঙ্গা পুজো ও মেলার শুভ উদ্বোধন।
হাডুডু
এগরা ২ ব্লকে বাসুদেবপুরে কারবালা ময়দানে দিন-রাত্রি
হাডুডু প্রতিযোগিতা। মোট আটটি দল অংশগ্রহণ করবে। |
|