টুকরো খবর
গোলাপ ফুটিয়ে ফের পুরস্কৃত গৌরীশঙ্কর
গোলাপ চারার পরিচর্যায় ব্যস্ত গৌরীশঙ্করবাবু।
একটি-দু’টি নয়। শনিবার ‘বেঙ্গল রোজ সোসাইটি’ আয়োজিত পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় ৯টি বিভাগে প্রথম পুরষ্কার পেলেন মেদিনীপুর শহরের বটতলাচকের বাসিন্দা গৌরীশঙ্কর মণ্ডল। গোলাপ ফুটিয়ে পুরষ্কার পাওয়া অবশ্য গৌরীশঙ্করবাবুর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে তাঁর ভাণ্ডারে ৪টি সর্বভারতীয় প্রতিযোগিতায় সেরা ও ১০ বার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সেরা হওয়ার পুরস্কার রয়েছে। এ বারও হাইব্রিড, মিনিয়েচার, ফ্লোরিবান্দা-সহ ৯ ধরনের প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছেন তিনি। নানা ধরনের উন্নত গোলাপ তৈরি গৌরীশঙ্করবাবুর দীর্ঘদিনের নেশা। বিভিন্ন সময়ে নানা নার্সারিতেও যুক্ত ছিলেন তিনি। এখন বটতলাচকে তাঁর নিজের নার্সারি রয়েছে। পুরস্কার পেয়ে খুশি গৌরীশঙ্করবাবু বলেন, “স্বীকৃতি পেতে কার না ভাল লাগে। যেখানে রাজ্যের বিভিন্ন জেলা, বড় বড় সংস্থার ফুল আসে, সেখান থেকে পুরস্কার পাওয়া তো গৌরবের।”

আজ নামবে হেলিকপ্টার
রাজ্যপাল আসছেন। তার প্রস্তুতি হিসেবে সোমবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার নামানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। আজ, মঙ্গলবার কপ্টার নামানো হবে। সবংয়ের বসন্তপুর ব্রহ্মময়ী হাইস্কুল ময়দানে হেলিকপ্টার নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদনের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন শুরু হবে ১৬ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল এম কে নারায়ণন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভক্তিরঞ্জন মাইতি জানান, তিন দিন ধরে নানা কর্মসূচি হবে। তাই বসন্তপুরে হেলিকপ্টার নামানো হবে। বসন্তপুর থেকে দশগ্রাম সড়কপথে যাবেন রাজ্যপাল।

সিবিআই চেয়ে পথে কংগ্রেস
মধ্যমগ্রাম-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সোমবার মেদিনীপুর শহরে মিছিল করে কংগ্রেস। নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, শহর সভাপতি সৌমেন খান। দলের জেলা কার্যালয়ে এ দিন মেদিনীপুরের ছয় কংগ্রেস কাউন্সিলরকে সংবর্ধিতও করা হয়। কয়েকদিন ধরেই শহরে জল্পনা চলছে, একাধিক কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে পারেন। সপ্তাহ দুয়েক আগে শহরে এসে এক প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়ও মন্তব্য করেন, “কয়েকজন কাউন্সিলর যোগাযোগ করেছেন। প্রাথমিক কথাবার্তা হয়েছে।” এই পরিস্থিতিতে কংগ্রেসের সংবর্ধনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য জানান, কাউন্সিলররা দলের সঙ্গেই রয়েছেন। দলবদল নিয়ে কোনও কোনও মহল অপপ্রচার করছে।

স্কুলের অনুষ্ঠান
ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল সোমবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সম্পাদক মায়াভীশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, স্কুল পরিচালন সমিতির সভাপতি স্বদেশকুমার সামন্ত। এ দিন সঙ্গীতশিল্পী মান্না দে-কে স্মরণেও অনুষ্ঠান হয়। প্রয়াত শিল্পীর কিছু গান পরিবেশিত হয়। শিক্ষক- শিক্ষিকারা ‘আজব ঘটকালি’ নাটক মঞ্চস্থ করেন। আর ছাত্রছাত্রীরা ‘তুষারমালা’ নামে একটি নৃত্যনাট্য পরিবেশন করে।

যুবকের অপমৃত্যু
এক দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় খড়্গপুর শহরের ঝাপেটাপুরে। মৃতের নাম উজ্জ্বল ঘোষ (২৩)। বাড়ি হাওড়ার শ্যামপুরে। এ দিন সকালে দোকান চত্বর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝাপেটাপুরে একটি মিষ্টির দোকানের কর্মী উজ্জ্বল রাতে দোকানেই থাকতেন। এ দিন সকালে দোকান চত্বরে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশের অনুমান, অবসাদে আত্মহত্যা করেছেন ওই যুবক।

মাদ্রাসা ক্রীড়া
জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন হয়। উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়। ১৩টি হাই মাদ্রাসা, ৩টি সিনিয়র মাদ্রাসা এবং ২২টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা যোগ দেয়। ডিস্ট্রিক্ট মাদ্রাসা স্পোটর্স এণ্ড গেমস্- এর যুগ্ম সম্পাদক মির্জা আজিবুর রহমান জানান, জেলাস্তরে সফলরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

শহরে দৌড়
যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হল মেদিনীপুর শহরে। সোমবার সকালে শহরের রাঙামাটি থেকে দৌড় শুরু হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, যুব তৃণমূলের শহর সভাপতি স্নেহাশিস ভৌমিক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.