|
|
|
|
বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
১৩ জানুয়ারি |
আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ আগেই ঝুলিয়ে দিয়েছিল এনআইএ। আজ পটনা বিস্ফোরণ কাণ্ডে জড়িত রাঁচির সিঠিও-র দুই অভিযুক্তের বাড়িতে গিয়ে তা কার্যকর করা হল।
পটনা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নুমান ও তৌফিক রাঁচির সিঠিও গ্রামের বাসিন্দা। এই দুই কিশোর আত্মসমর্পণ না করলে তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে বলে একমাস আগেই তাদের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল এনআইএ। তা কার্যকর করতে আজ রাঁচির ধুরুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে সকাল ন’টা নাগাদ সিঠিও বস্তিতে যায় এনআইএ।
ধুরুয়া থানা সূত্রে জানা গিয়েছে, সাড়ে চার ঘন্টা ধরে দু’জনের বাড়ির জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। তৌফিকের বাড়ির খাট, বিছানা, সোফা, চেয়ার, জানলায় লাগানো মশার জাল, চাদর-সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘন্টা ধরে তৌফিকের সম্পত্তি আটক করার পরে পুলিশকে নিয়ে আধা কিলোমিটার দূরে, নুমানের বাড়িতে যায় এনআইএ। সেখান থেকেও খাট, বিছানা, দেওয়াল ঘড়ি, জানলার গ্রিল, কাঠের টেবিল, জামাকাপড় রাখার স্যুটকেস-সহ বিভিন্ন জিনিসপত্র আটক করা হয়। সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ধুরুয়া থানায়। উল্লেখ্য, অক্টোবরে পটনায় নরেন্দ্র মোদির হুংকার র্যালিতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অন্যতম অভিযুক্ত তৌফিক ও নুমান। ওই ঘটনায় মূল অভিযুক্ত ইমতিয়াজ আনসারি নুমানের কাকা। ইমতিয়াজ এনআইএ হেফাজতে।
আজ সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চলার সময় অবশ্য পুলিশ কিংবা এনআইএ-কে কোনও বাধার মুখে পড়তে হয়নি। বরং গ্রামের লোকের সামনে নির্বিঘ্নেই প্রশাসন তার কাজ সারতে পেরেছে। নুমানের বাবা সুলতান আনসারি আর মা জারিয়ানা খাতুনের সামনেই সব ঘটনা ঘটে। বাড়ির উঠোনের এক কোণায় জারিয়ানাকে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। জারিয়ানা বলেন, “এমন দিন যে দেখতে হবে কোনও দিন তা স্বপ্নেও ভাবিনি। আমরা জানি না আমাদের ছেলে কোথায়। আমিও ছেলেকে দেখতে চাই। আমরা চাই ছেলে পুলিশের কাছে এসে ধরা দিক।” রাঁচির হিন্দপিড়ি লজে বোমা পাওয়ার ঘটনায় মুজিবুল্লাহের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
পটনা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা হায়দর আলির সম্পত্তিও রবিবার রাতে বাজেয়াপ্ত করেছে এনআইএ। একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তেহসিন আখতার ওরফে মনুর বাড়িতেও সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। |
|
|
|
|
|