|
|
|
|
রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে নবীন মুখ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৩ জানুয়ারি |
তিন দিন পরেই রাজধানীতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন। যেখানে রাহুল গাঁধীর নেতৃত্ব নিয়ে বড় ঘোষণা হতে পারে। তার আগে দু’টি বড় রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে নবীন মুখ নিয়ে আসা হল। রাজস্থানের প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হল মাত্র ৩৬ বছর বয়সী সচিন পায়লটকে। মধ্যপ্রদেশের দায়িত্ব দেওয়া হল অরুণ যাদবকে। তাঁর বয়সও চল্লিশের কোঠা পেরোয়নি।
সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে রাজস্থান ও মধ্যপ্রদেশএই দুই রাজ্যেই পরাজিত হতে হয়েছে কংগ্রেসকে। রাজস্থানে বিপুল ভোটে হেরে ক্ষমতাচ্যুত হতে হয়েছে কংগ্রেসকে। মধ্যপ্রদেশেও বিজেপির শিবরাজ সিংহ চৌহানের গদি কংগ্রেস টলাতে পারেনি। রাহুলের আরও বড় দায়িত্বে আসার আগে এই দুই তরুণ নেতাকে যে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে, তা নিয়ে জল্পনা চলছিলই। ১৭ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনের আগেই সেই ঘোষণা করে দিয়ে
নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার বার্তা দিলেন কংগ্রেস নেতৃত্ব। |
|
|
সচিন পায়লট। |
অরুণ যাদব। |
|
লোকসভা নির্বাচনের আগে মাত্র তিন মাস আগে এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যে পালাবদল করে কতখানি লাভ হবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। দলের মুখপাত্র রাজ বব্বর বলেন, “দু’জনেই তরুণ নেতা। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ১৭ জানুয়ারির দলীয় অধিবেশনের আগে এই ঘোষণা অবশ্যই তাৎপর্যপূর্ণ।” কংগ্রেস নেতারা বলছেন, শুধুই রাহুলকে দলের শীর্ষ পদে নিয়ে আসা হলে প্রশ্ন উঠতে পারে। তাতে কাজের কাজও কিছুই হবে না। তাই সব স্তরে তরুণ প্রজন্মের নেতাদের তুলে আনা জরুরি।
কিন্তু দুই নবীন নেতা কীভাবে তাঁদের রাজ্যের পোড়খাওয়া নেতাদের সামলাবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজস্থানে চন্দ্রভানকে সরিয়ে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া
হয়েছে। তেমনই মধ্যপ্রদেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়ার জায়গায় যাদবকে নিয়ে আসা হয়েছে। রাজস্থানে অশোক গহলৌত, সি পি জোশীর মতো নেতারা রয়েছেন, মধ্যপ্রদেশে রয়েছেন দিগ্বিজয় সিংহ, কমল নাথরা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এই রাজ্যের। দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ
কোঁদলও রাজস্থান ও মধ্যপ্রদেশে খারাপ ফলের পিছনে অন্যতম কারণ বলে দলের নেতাদের বিশ্লেষণ। সেদিক থেকে পায়লট বা যাদব কোনও নির্দিষ্ট গোষ্ঠীর বলে পরিচিত নন বলেই কংগ্রেস নেতৃত্বের দাবি। দুই নবীন নেতাই অবশ্য রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা। প্রয়াত রাজেশ পায়লটের পুত্র সচিন বরাবরই ‘টিম রাহুল’-এর অন্যতম মুখ বলে পরিচিত। তিনি এখন কর্পোরেট বিষয়ক মন্ত্রী, রাজস্থানের অজমেড়ের সাংসদ। অরুণ যাদবের বাবা সুভাষ যাদবও একসময় মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। উপ-মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। কংগ্রেস সূত্রে খবর, কেবল সভাপতি নয়, ওই দুই রাজ্যে আরও তরুণ নেতাকে তুলে আনা হবে। |
|
|
|
|
|