শপিং মলে দুর্ঘটনায় গ্রেফতার ডিজিএম
নিজস্ব সংবাদদাতা |
প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি শপিং মলে রবিবার মই ভেঙে এক জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃত দীপনারায়ণ বিশ্বাস ওই মলের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন অ্যান্ড মার্কেটিং)। রবিবার তাঁকে শপিং মল থেকেই গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, সাক্ষ্য প্রমাণ লোপাট-সহ খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে তাঁর ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
তদন্তকারীরা জানান, ওই মলের কাজ দেখভালের দায়িত্ব ছিল দীপের উপরে। এমনকী, শ্রমিকদের সুরক্ষা-সহ নিরাপত্তার সব দায়িত্ব তাঁর উপর থাকলেও তিনি দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। এর আগে ওই শপিং মল লাগোয়া আবাসন তৈরির সময়ে সাত জন শ্রমিক মারা যান বলে পুলিশ সূত্রের খবর। যদিও শপিং মলে এর আগে কোনও দুর্ঘটনা ঘটেনি।
অভিযোগ, ঘটনার পরে পুলিশ পৌঁছনোর আগেই শ্রমিকদের রক্ত মুছে সাক্ষ্য প্রমাণ সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ। সেই দায়িত্বও ওই ডেপুটি জেনারেল ম্যানেজার এড়াতে পারেন না বলে পুলিশ জানিয়েছে। কলকাতা পুলিশের এক কর্তা সোমবার বলেন, “আমরা মল ও ঠিকাদার সংস্থার বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক ভাবে মল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পেয়েছি। সেই ভিত্তিতেই দীপনারায়ণকে গ্রেফতার করা হয়েছে।” |
দিনেদুপুরে টাকা লুঠের চেষ্টা, ধৃত তিন দুষ্কৃতী |
টাকা লেনদেনকারী এক সংস্থায় ডাকাতি করতে এসে ধরা পড়ল তিন দুষ্কৃতী। সোমবার সকালে, বড়বাজারের বর্নফিল্ড লেনে। ধৃতদের নাম শ্রীচাঁদ, গৌতম ও সোনু। এক দুষ্কৃতী পলাতক। তার খোঁজ চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মনোজ নামে সংস্থার এক কর্মী গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, এ দিন একটি বহুতলের পাঁচতলায় ওই অফিসে ঢোকে চার যুবক। তখন অফিসে পাঁচ জন কর্মী ছিলেন। অস্ত্র দেখিয়ে তাঁদের টাকা বার করতে বলে দুষ্কৃতীরা। এক কর্মী এক দুষ্কৃতীকে ধরে চেঁচিয়ে লোক ডাকেন। অন্য কর্মীরা বাকি তিন জনের দিকে তেড়ে যান। তখন দুষ্কৃতীরা জানলা থেকে লাফিয়ে পাশের বাড়ির ছাদে চলে যায় ও সেই বাড়ির পাইপ বেয়ে পালাতে যায়। এক জন পারলেও বাকি দু’জন সংস্থার অফিসের পিছনে গলিতে পড়ে যায়। গৌতম ও সোনু নামে ওই দুই দুষ্কৃতী জখম অবস্থায় কলকাতা মেডিক্যালে ভর্তি। আহত হয়েছেন সংস্থার এক কর্মীও। ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রকাশ সিংহ বলেন, “কর্মীদের একাংশের সঙ্গে যোগসাজশ করেই দুষ্কৃতীরা এসেছিল। ধৃতেরা রাজস্থানের বাসিন্দা।” গোয়েন্দারা জানান, ওই চার যুবক রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে ঘাঁটি গেড়েছিল। |
আইডি কার্ড নিয়ে হাতাহাতি |
নির্বাচন কিংবা মনোনয়ন নয়। ছাত্রছাত্রীদের আইডি কার্ড সংগ্রহকে ঘিরে সোমবার গোলমাল হল বিধাননগরের আলিয়া বিশ্ববিদ্যালয়ে। এসএফআইয়ের অভিযোগ, আইডি কার্ড না থাকলে মনোনয়ন তোলা যায় না। পরিকল্পনা-মাফিক এসএফআইয়ের কর্মীদের আইডি কার্ড তুলতে বাধা দেন টিএমসিপি-র কর্মীরা। প্রতিবাদ করায় টিএমসিপি-র কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালান, সিপিএম নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে টিএমসিপি নেতৃত্বের দাবি, সপ্তর্ষির নেতৃত্বে এসএফআই গোলমাল করেছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষে সামান্য বচসা হয়েছিল। |
রাস্তা থেকে পাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন এক অটোচালক। কয়েক হাজার টাকা, মূল্যবান জিনিস-সহ ব্যাগটি ফিরে পেয়ে খুশি ‘কাশীপুর গান অ্যান্ড শেল’-এর কর্মী সুশান্ত বর্মণ। রবিবার রাতে রুবি মোড়ের সিগন্যালে অটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন চালক রাধেশ্যাম নাথ। একটি ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখে মালিকের খোঁজ করেন তিনি। সন্ধান না পেয়ে সেটি নিয়ে বাড়ি ফিরে দেখেন তাতে আছে কয়েক হাজার টাকা, ক্রেডিট ও ডেবিট কার্ড-সহ বেশ কিছু জিনিস। ব্যাগ থেকে পাওয়া একটি নম্বরে যোগাযোগ করলে সুশান্তবাবুর খোঁজ মেলে। সুশান্তবাবু বলেন, “ওঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।” |
একটি চুরির কিনারা করতে গিয়ে পুরনো চুরির হদিস পেল পুলিশ। পুলিশ জানায়, গত নভেম্বরে চারু মার্কেট এলাকার রসা রোডে একটি ফাঁকা বাড়ি থেকে টাকা, গয়না-সহ মূল্যবান জিনিসপত্র চুরি যায়। পুলিশ জানায়, রবিবার টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বর থেকে চুরির অভিযোগে সোমনাথ বিশ্বাস নামে এক ব্যক্তিকে ধরা হয়। পুলিশের দাবি, জেরায় সে রসা রোডে চুরির কথা স্বীকার করেছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু জিনিস। সোমবার তাকে আদালত সাত দিনের পুলিশি হেফাজত দেয়। |
পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার, যাদবপুর থানার কাটজুনগরে। মৃতের নাম শুভদীপ রায় (৩৪)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শুভদীপ। শুক্রবার যাদবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। সোমবার স্থানীয়েরা পুকুরে শুভদীপের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। |
ভিন্ রাজ্যের ব্যবসায়ীর ব্যাগ কেটে টাকা চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম লিটন নস্কর। ১১ জানুয়ারি কারবালা এলাকার একটি মার্কেট কমপ্লেক্সে বাজার করতে আসেন মহারাষ্ট্রের জলগাঁওয়ের ব্যবসায়ী অনিল সাহিত্য। লিটন তাঁর ব্যাগ কেটে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। লিটনকে জেরা করে ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজ চলছে। |