ধাত্রীগ্রাম উৎসব শুরু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
তাঁত শিল্পকে বাঁচানোর ডাক দিয়ে সোমবার শুরু হল এ বছরের ধাত্রীগ্রাম উৎসব। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, “প্রথম দিনেই কয়েক হাজার মানুষ এই উৎসবে যোগ দিয়েছে। উৎসবকে আকর্ষনীয় করতে বিভিন্ন লোকনৃত্যর দল নিয়ে আসা হবে।” উৎসব উপলক্ষে এ দিন বিকেলে স্থানীয় মালতীপুর মোড় থেকে ধাত্রীগ্রাম ফুটবল মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে ছিল ব্যান্ড, তাসা, ধামসা, মাদল, সানাই। একটি গাড়ির মধ্যে কেউ সুতো কাটছিলেন আবার কেউ তাঁত বুনছিলেন। মিছিলে ছিল একটি ট্র্যাক্টর। সেই ট্র্যাক্টরের টলিতে মাটি ফেলে পোঁতা হয় ধানের চারা। এ ছাড়াও মিছিলে ছিল ছৌ নাচ, রণ পা, ও লোকশিল্পীদের নাচ। হলুদ শাড়িতে আদিবাসী শিল্পীদের নাচ দর্শকদের নজর কাড়ে। স্থানীয় তাঁত শিল্পীরা ছাড়াও মিছিলে হাঁটেন বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী, ক্লাবের সদস্যেরা। ছিল স্থানীয় খেলোয়াড় ও স্কুলের ছাত্রছাত্রীরা।
উৎসব উপলক্ষ্যে মাঠ জুড়ে বসেছে অনেক স্টল। তার মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের মত সরকারি দফতরের স্টলও রয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, উৎসবে থাকছে মাছ ধরার সরঞ্জাম ও দেশি ও বিদেশি প্রজাতির মুরগীর প্রদর্শনী। উৎসব কমিটির কর্তা বিকাশ রায় বলেন, “এই উৎসব এ বছর দু’বছরে পড়ল। মানুষের সাড়া পেয়ে আমরা খুশি।” |
পঞ্চায়েতে তালা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
পঞ্চায়েতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দফতরে তালা ঝুলিয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখাল কংগ্রেস। সোমবার দুপুরে কেতুগ্রামের সিপিএম পরিচালিত গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় কংগ্রেস নেতা সুমন লাহা, সুকান্ত লাহাদের অভিযোগ, কোনও নিয়মের তোয়াক্কা না করেই একশো দিনের কাজ করছে ওই পঞ্চায়েত। ওই অভিযোগে ব্লক অফিসে স্মারকলিপিও দেন তাঁরা। পরে কেতুগ্রাম ২ ব্লক প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয়। সিপিএম পরিচালিত গঙ্গাটিকুরি পঞ্চায়েত অবশ্য ওই অভিযোগ মানতে চায়নি। বিডিও দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। |
বর্ধমান বইমেলার উদ্যোক্তা প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রয়াত হলেন বর্ধমান বইমেলার প্রধান উদ্যোক্তা সমীরণ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সমীরণবাবু ১৯৬৭ সালে বন্ধুদের নিয়ে প্রকাশ করেন উদয় অভিযান পত্রিকা। এখন তা প্রকাশিত হয় অভিযান সাময়িকী নামে। ১৯৭৭ সালে মাত্র ১৫টি স্টল নিয়ে টাউনহলে অভিযান গোষ্ঠীর পাঁচ দিনের বর্ধমান বইমেলা হয়। কলকাতার বাইরে তা ছিল প্রথম কোনও বইমেলার সংগঠন। প্রান্তিক ও ক্ষুদ্র চাষি এবং ইঞ্জিনিয়ারিং বা কৃষি স্নাতকদের একজোট করে সমীরণবাবু ওরগ্রামে সমবায় প্রথায় চাষবাদ শুরু করেছিলেন। গড়ে তুলেছিলেন কৃষি খামারও। |
জাতীয় যোগাসনে বর্ধমানের দুই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জাতীয় স্কুল যোগাসনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে বর্ধমানের জয়শ্রী পাত্র ও কৌস্তভ দাস। দু’জনে যথাক্রমে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৭ বিভাগে যোগ দেবে। এই প্রতিযোগিতা গুজরাটের আহমেদাবাদে ১৫ থেকে ২০ জানুয়ারি হবে। অন্য দিকে, ৫৯তম অনূর্ধ্ব ১৪ জাতীয় খোখো প্রতিযোগিতায় বর্ধমান জেলা থেকে বাংলা দলে সুযোগ পেয়েছে বর্ধমান জেলার স্কুল ছাত্র নীতু হাঁসদা, অভিজিৎ কর্মকার, রমেন দাস ও বিশাল মুর্মু। ১৫ থেকে ১৯ জানুয়ারি মহারাষ্ট্রের টুমকুরে প্রতিযোগিতাটি হবে। |
হারল সবুজ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ভলিভল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি খামারগাছি পুরাতন বাজার পল্লিমঙ্গল সমিতি। রবিবার কালনা ১ ব্লকে উদয়ন সঙ্ঘের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। বাঘনাপাড়া স্টেশন ঘেঁষা মাঠে খামারগাছি ২-১ সেটে হারায় পাটুলি সবুজ সঙ্ঘকে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর, বাঁশবেড়িয়া, শান্তিপুর-সহ বিভিন্ন এলাকায় ৮টি দল নিয়ে প্রতিযোগিতাটি হয়। প্রতিযোগিতার সেরা ডিফেন্ডার নির্বাচিত হন দেবাশিস বাগ। উদ্যোক্তাদের তরফে ফাইনালে ওঠা দু’দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়। |
বর্ধমানে পানাগড় শিল্পতালুকের ভিতরে সংযোগকারী রাস্তা নির্মাণে ঠিকাদার সংস্থাকে ফের বাধা দিলেন কিছু গ্রামবাসী। বর্গাদার ও খেতমজুরদের ক্ষতিপূরণ এবং কয়েকটি আদিবাসী পরিবারের পুনর্বাসনের দাবিতে সোমবার তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ২৯ ডিসেম্বর একই দাবিতে কাজে বাধা দেওয়া হয়েছিল। |