কংগ্রেস ও বাম সদস্যেরা তৃণমূলে যোগ দেওয়ায় জেলার দু’টি পঞ্চায়েত দখল করল তৃণমূল। এই দুটি পঞ্চায়েত হল আউশগ্রামের অমরপুর ও ভাতারের বড়বেলুন-১।
স্থানীয় ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অমরপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫টি। গত নির্বাচনে সিপিএম ৬টি, কংগ্রেস ৪টি ও তৃণমূল ৫টি আসন পেয়েছিল। নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে পঞ্চায়েত তৈরি করতে চাইলেও জেলা কংগ্রেস নেতাদার বাধায় সেটা সম্ভব হয়নি। ফলে পঞ্চায়েত দখল করেছিল সিপিএম। রবিবার এই পঞ্চায়েতের শেখ লালন, হাসিনা বেগম, মল্লিক, ইবাদাদ শেখ, রহিমা বিবি নামে চার কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। বর্ধমান জেলা পরিষদের স্থানীয় তৃণমূল সদস্য শেখ টগর বলেন, “ওই চার কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ফলে তাঁদের সদস্য সংখ্যা হল ৯। ফলে ওই পঞ্চায়েতে আমরা বোর্ড তৈরি করব।”
যদিও জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “দীর্ঘদিন ধরেই ওই চার কংগ্রেস সদস্যদের উপর তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। এলাকায় সন্ত্রাস করে ওই সদস্যদের এমন ভয় দেখানো হয়েছে যে, ওঁরা দলত্যাগে বাধ্য হয়েছেন।” সদ্য দলত্যাগী চার সদস্য অবশ্য জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন।
অন্যদিকে, প্রধান-সহ দুই বামফ্রন্ট সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ভাতারের বড়বেলুন-১ গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে গেল। ৯ সদস্য বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে বামফ্রণ্ট পেয়েছিল পাঁচটি আসন। তৃণমূল পেয়েছিল ৪টি। সোমবার বিকেলে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, আরএসপির মানোয়ারা বিবি ও সদস্য সিপিএমের পূর্নিমা দাস তৃণমূলে যোগ দেন। ফলে এই পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হল ৬। ভাতারের তৃণমূলের বিধায়ক বনমালি হাজরা বলেন, “বেশ কিছুদিন ধরেই মানোয়ারা বিবি ও পূর্নিমা দেবী তৃণমূলে যোগ দিতে চাইছিলেন। তাই তাঁরা সোমবার বিকেলে তৃণমূলে যোগ দিয়েছেন।” দল বদলের পরে মানোয়ারা বিবিকেই ফের প্রধান পদে মনোনীত করেছে তৃণমূল। সিপিএমের ভাতার জোনাল কমিটির সম্পাদক বামাচরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই এলাকায় তৃণমূল মাইকে প্রচার করে বলেছে, আমাদের দু’জন সদস্যা ওদের দলে যোগ দিয়েছেন। তবে আমি এই খবরের সত্যতা জানি না। খোঁজ নিচ্ছি।” তবে এ ব্যাপারে মানোয়ারা বিবি বা পূর্ণিমাদেবীর প্রতিক্রিয়া মেলেনি। তাঁদের মোবাইল দীর্ঘক্ষন বেজে গেলেও কেউই ফোন তোলেননি। |