পানাগড়ে রাস্তা তৈরিতে বাধা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
পানাগড় শিল্পতালুকের ভিতরে সংযোগকারী রাস্তা নির্মাণে ফের বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। বর্গাদার ও খেতমজুরদের ক্ষতিপূরণ এবং কয়েকটি আদিবাসী পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে সোমবার তাঁরা বিক্ষোভ দেখান। যদিও পুলিশ আসার পরে তাঁরা ফিরে যান। তবে এ দিন কাজ আর শুরু হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১ টা নাগাদ ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ শুরু করতে এলে প্রায় শ’খানেক স্থানীয় বাসিন্দা এসে তাঁদের কাজ বন্ধ করতে বলেন। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন কয়েকজন আদিবাসী বাসিন্দা। তাঁরা জানান, বর্গাদার ও খেতমজুরদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাঁদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি দেখে কাজে নামেননি ঠিকা কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও আজ আর কাজ হয়নি। গত ২৯ ডিসেম্বর এ ভাবেই রাস্তা নির্মাণের কাজে বাধা পেয়ে ফিরে গিয়েছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরা। এ দিনও একই পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরা স্পষ্টতই ক্ষুব্ধ। সংস্থার এক আধিকারিক বলেন, “নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে বরাত পেয়েছি। বার বার এ ভাবে বাধা পেলে কী ভাবে কাজ হবে বুঝতে পারছি না।” ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট দফতরকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারাই বিষয়টি নিয়ে আলোচনা করবে। |
জিতল রনাই এসসি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্বরাজ স্মৃতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় রনাই এসসি। খাড়শুলি মাঠে তারা কদমডাঙা তরুণ সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে দেয়। |
হারল জিআরসিসি
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
নওজওয়ান ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় এক্স একাদশ। তারা বার্নপুর বয়েজ স্কুল মাঠে জিআরসিসিকে ১৭ রানে হারিয়ে দেয়। |
রেলের হকারদের নানা ভাবে উত্যক্ত করছে আরপিএফ, এমন অভিযোগ এনে আসানসোল স্টেশনে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়ন। সোমবার ওই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি। তাঁর অভিযোগ, হকারদের অযথা হয়রানি করছে আরপিএফ। জিতেন্দ্রনাথবাবু জানান, হকারেরা দরিদ্র পরিবার থেকে এসেছেন। ফলে সৎ ভাবে বাঁচার এই উপায় বন্ধ হলে, তাঁরা বিপথে চালিত হবেন। সমাজে বাড়বে অপরাধ। তাঁর হুঁশিয়ারি, হকারদের বিরক্ত করা বন্ধ না হলে, বড় আন্দোলনে নামবেন তাঁরা। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আরপিএফের কোনও আধিকারিকই কোনও মন্তব্য করতে চাননি। |
আসানসোল
স্বামী তুরীয়ানন্দের জীবনী পাঠ ও আলোচনা: স্বামী সুখানন্দ। সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
দুর্গাপুর
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্মৃতি ক্রিকেট। সকাল ৯ টা। উদ্যোগ: মিলন চক্র ক্লাব।
জামুড়িয়া
ঘুড়ি উৎসব। সংস্কার ক্রীড়া ময়দান। সকাল ১১টা। সংস্কার ক্রীড়া সংস্কৃতি পরিষদ। |