বিদ্যুৎ সাবস্টেশন থেকে বৈদ্যুতিক সামগ্রী চুরির অভিযোগে ধৃতদের নিজেদের সমর্থক দাবি করে ফাঁড়ি ঘেরাও করল তৃণমূল। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে। যদিও পুলিশ জানিয়েছে, ধৃতদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সোমবার ফাঁড়ির সামনে তৃণমূলের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পুরসভায় তৃণমূল কাউন্সিলর দীপু লাহা ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কর্মাধ্যক্ষ স্বাধীন ঘোষ। তাঁদের দাবি, ধৃতদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অবশ্য তৃণমূলের এই দাবির সঙ্গে এক মত নয়। |
বিধাননগর ফাঁড়িতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, বিদ্যুৎ পর্ষদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় বাকি জড়িতদের বিষয়ে জানার চেষ্টা হবে।
পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে বিধানগরের স্টীল পার্কের কাছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি সাব স্টেশন থেকে লোহা, তামা ও পিতলের কিছু বৈদ্যুতিক সামগ্রী চুরি গিয়েছিল। এই ঘটনার পরে, বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। ঘটনায় জড়িত সন্দেহে চুরির ঘটনার রাতে ‘ডিউটি’তে থাকা ওই সাব স্টেশনের দুই ঠিকা নিরাপত্তা কর্মী সুজিত খাঁ ও পার্থ গড়াইকে রবিবার গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, তদন্তে দেখা গিয়েছে, ওই সাব স্টেশনের পাঁচিল বেশ উঁচু। পাঁচিল থেকে রাতে চারিদিকে চড়া আলোর ব্যবস্থাও রয়েছে। তাই নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ না করে বাইরের কারোও পক্ষে সেখানে ঢুকে চুরি করে বেরোনো মুশকিল। |