বিবেকানন্দ জন্মজয়ন্তী শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিবেকানন্দের ১৫২ তম জন্ম জয়ন্তী পালন হল শিলিগুড়িতে। শহরে নানা অঞ্চলে সরকারি বেসরকারি উদ্যোগে জন্মজয়ন্তী পালিত হয়। যুব কল্যাণ দফতরের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা যুব কল্যান আধিকারিক সপ্তর্ষি নাগ, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ প্রমুখ। জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে ট্যাবলো বের করে শহর পরিক্রমা করা হয়। বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শহর পরিক্রমা করে ট্যাবলোটি। জেলা যুব তৃণমূলের সভাপতি প্রবীর রায়, জেলা সম্পাদক মনোজ বর্মা, ধীমান বসু সহ অন্যান্যদের নেতৃত্বে প্রায় হাজার খানেক লোক ট্যাবলোর সঙ্গে হাঁটেন। শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড থেকে ৪৭টি ট্যাবলো বের করা হয়। শিলিগুড়ি বিবেকানন্দ যুব মহামণ্ডলের পক্ষ থেকেও এদিন শোভাযাত্রার আয়োজন হয়েছিল। শক্তিগড়ের বিবেক মঞ্চ এবং শৈলেন্দ্র স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে বিবেকানন্দ স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠানও। শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে অন্য একটি মিছিলেও প্রায় হাজার লোক এ দিন অংশ নেন। উপস্থিত ছিলেন বেদব্রত দত্ত সহ অন্যরা। এ ছাড়া শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাব, স্বামীজি ক্লাব সহ অন্যান্য সংগঠনও স্বামী বিবেকানন্দকে স্মরণ করেন। |
সেরা দাদাভাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অ্যাথলেটিক্সে শিলিগুড়ি চ্যাম্পিয়ন হল দাদাভাই স্পোর্টিং ক্লাব। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মহকুমা ক্রীড়া পরিষদের অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হল। রানার্স হয়েছে রবীন্দ্র সঙ্ঘ। দাদাভাইয়ের দলগত পয়েন্ট ২৮৭। অন্যদিকে রবীন্দ্র সঙ্ঘের অর্জিত পয়েন্ট ২০৪। মেয়েদের অনূর্ধ্ব ১৪ সেরা পপিতা পাহান, অনূর্ধ্ব ১৬ তে শাহিনা পারভিন, অনূর্ধ্ব ১৮ তে পাপিয়া সেনগুপ্ত, অনূর্ধ্ব ২০ বিভাগে সেরা সঙ্গীতা সরকার। মহিলা বিভাগে সেরা হয়েছেন শিপু মণ্ডল। অন্যদিকে ছেলেদের অনূর্ধ্ব ১৪ তে আক্রোশ তিরকে, অনূর্ধ্ব ১৬ তে কৃষ্ণ যাদব, অনূর্ধ্ব ১৮ সোমনাথ সিংহ, অনূর্ধ্ব ২০ পবিত্র বর্মন সেরা। পুরুষ বিভাগে সেরা শম্ভু সরকার। |
বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রাতে রেল স্টেশনে ঘুরে দুঃস্থদের কম্বল দিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ-এর সদস্যরা। শনিবার রাতে আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার রেল স্টেশনে ১০০ জনকে কম্বল দেওয়া হয়। রবিবার পূর্ব নেতাজি রোড আলিপুরদুয়ার শাখার তরফে প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠান হয়। সম্পাদক অমিতাভ দে জানান, আলিপুরদুয়ার পুর চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক ও উত্তর পূর্ব রেলের ডিআরএম বীরেন্দ্র কুমার উপস্থিত ছিলেন। |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। আলিপুরদুয়ার পুরসভা হল ও ম্যাকউলিয়াম স্কুলে রবিবার ১০০ শিক্ষক হাজার খানেক ছাত্রছাত্রীকে পরীক্ষায় প্রশ্ন নির্বাচন এবং উত্তর লেখার পদ্ধতি শেখান। সংগঠনের মহকুমা সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, “২০১৪ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক সহায়তা শিবির এই প্রথম বার আলিপুরদুয়ারে হল। প্রশ্ন নির্বাচন করে কী ভাবে লিখতে হবে পড়ুয়ারা তা শিখেছেন।” |