বোমাতঙ্কে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকল ছ’ঘণ্টা। রবিবার সকাল ৭টা নাগাদ জলপাইগুড়ির ফালাকাটার জটেশ্বরে শিশু উদ্যানে ঢোকার মুখে একটি গাছের পাশে বৈদ্যুতিক তার পেঁচানো ও ঘড়ি লাগানো একটি বোমার মতো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। পুলিশ ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। শিলিগুড়ি-অসম পথে কয়েক’শো গাড়ি রাস্তায় আটকে পড়ে। নাজেহাল হতে হয় যাত্রীদের। ডুয়ার্সের জঙ্গল, পাহাড়ে পিকনিকের জন্য বেরোনো প্রচুর গাড়িও আটকে পড়ে। পরে অবশ্য দেখা যায়, আসলে পুরোটাই সাজানো। গাছের ডালের টুকরোকে কাগজ দিয়ে মুড়ে জিলেটিন স্টিকের চেহারা দেওয়া হয়েছিল। |
এই নকল বোমা ঘিরেই আতঙ্ক ছড়ায়। রবিবার ফালাকাটার বীরপাড়ায়।—নিজস্ব চিত্র। |
সম্প্রতি জঙ্গি সংগঠন কেএলও বন্ধের হুমকি দিয়েছে। তারা প্রথমে বলেছিল, রবিবার, ১২ জানুয়ারিই প্রস্তাবিত কামতাপুর এলাকায় বন্ধ হবে। পরে দিন পরিবর্তন করে জানিয়েছে, বন্ধ হবে ১৭ জানুয়ারি। তার মধ্যেই এই দিন এই বোমার মতো দেখতে বস্তুটি পড়ে থাকতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করেই আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে।
পুলিশ এবং গোয়েন্দাদের একাংশের অনুমান, ঘটনার পিছনে কেএলও-র লিঙ্কম্যানরাও থাকতে পারে। প্রশাসনের একাংশের অনুমান, যারা এই পরিকল্পনা করেছিল, তারা চেয়েছিল পুলিশ এই নিয়ে বেশ খানিকক্ষণ ব্যস্ত থাকুক।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত শুরু হয়েছে। এ ভাবে কারা আতঙ্ক সৃষ্টি করল, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবেই বিষয়টি করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।’’ ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর কথায়, “সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে।”
এ দিন ওই বস্তুটির খোঁজ মেলার পরেই ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে পুলিশ অফিসারেরা আসেন। খবর দেওয়া হয় শিলিগুড়ির সিআইডি-র বম্ব স্কোয়াডকে। ফালাকাটা এসএসবি ছাউনি থেকে কুকুর নিয়ে আসা হয়।
বেলা একটা নাগাদ বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দেখেন, লাল, নীল এবং হলুদ রঙের তার, ঘড়ি, জিলেটিন স্টিকের মতো দেখতে কিছু লম্বা কাঠি একজোট করা রয়েছে। বেলা দু’টো নাগাদ বম্ব স্কোয়াডের কর্মীরা বিস্ফোরণ ঘটান। তবে তাতে বোমার মতো দেখতে বস্তুটির কিছুই হয়নি। তার পরে পুলিশ অফিসারেরা দেখেন, জিলেটিন স্টিকের মতো দেখতে যে জিনিসগুলি রাখা হয়েছিল, সেগুলি আসলে গাছের ডালের টুকরো। তার সঙ্গে তার এবং ঘড়ি জোড়া হয়েছে।
ধূপগুড়ি থানার শালবাড়ি গ্রামের কাছে ডুডুয়া নদীর সেতুর কাছে এ দিন একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমাতঙ্ক ছড়ায়। |