মধ্যমগ্রাম-কাণ্ডের প্রতিবাদ অব্যাহত। ওই ঘটনা এবং তার প্রতিবাদীদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ‘রুদালি’ বলে কটাক্ষ করা এই দুয়ের প্রতিবাদে রবিবার ধর্মতলায় কাগজের দেওয়ালে (পেপার ওয়াল) স্বাক্ষর সংগ্রহ করেছে আপ। অণ্ণা হজারের আন্দোলনের শ’দুয়েক সমর্থকও এ দিন এ রাজ্যে আপ-এ যোগ দিয়েছেন বলে জানান দলের নেত্রী রঞ্জনা সিংহ। মধ্যমগ্রাম-কাণ্ডের প্রেক্ষিতে পুলিশ এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে জি বালকৃষ্ণণকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি-র সম্পাদক রীতেশ তিওয়ারি। রাজ্য মানবাধিকার কমিশন এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়াতেই সরাসরি কেন্দ্রীয় কমিশনের দ্বারস্থ হতে হয়েছে তাঁদের। আর এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে এ দিন পটনা গিয়েছেন মধ্যমগ্রামের নিহত কিশোরীর বাবা-মা।
|
টানা ৬৫ বছর ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে থাকায় শেষ পর্যন্ত রেকড বইয়ে স্বীকৃতি পেলেন অশোক ঘোষ। তাঁর কৃতিত্বের কথা আগেই মেনে নিয়েছিলেন একটি বেসরকারি বুক অফ রেকর্ডস্ কর্তৃপক্ষ। এ বার রেকর্ড বইয়ের আনুষ্ঠানিক শংসাপত্র এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের যুব নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। শংসাপত্রে বলা হয়েছে, ৯১ বছরের অশোকবাবু যে ভাবে পরপর ১৫ দফায় তাঁর দলের রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, দেশের কোনও রাজ্যে কোথাও এমন নজির নেই। |