পড়শি কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের ১৪ দিন জেল-হাজত হয়েছে। শনিবার রানিবাঁধ থানা এলাকার ঘটনা। পুলিশ জানায়, কিশোরীটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় অনন্ত শবর নামে ওই যুবককের গ্রেফতার করা হয়। রাতেই রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। রবিবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হয়েছিল। কিশোরীর পরিবারের অভিযোগ, ওই যুবক তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ ওই অভিযোগের তদন্ত শুরু করেছে।
|
সারেঙ্গা বিবেকানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে বিবেকানন্দ উত্সব শুরু হল শুক্রবার। এই উত্সব চলবে রবিবার পর্যন্ত। এ দিন বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করেন শিক্ষক গোরাচাঁদ মুর্মু ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত খাটুয়া জানান, এ বার পঞ্চম বর্ষের উত্সব। বসেআঁকো, আবৃত্তি, ব্রতচারী নৃত্য ছাড়াও বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা, ক্যুইজ-সহ নানা প্রতিযোগিতা হচ্ছে।
|
রেললাইনের ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল রেলপুলিশ। রবিবার দুপুরে পুরুলিয়া ও টামনা স্টেশনের মাঝে কানাইলাল বিদের (৬৭) দেহ মেলে। পুরুলিয়ার পুরনো পুলিশ লাইনে তাঁর বাড়ি।
|
স্বাধীনতা সেনানি তথা বিশিষ্ট সমাজসেবী পান্নালাল দাশগুপ্তের ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বান্দোয়ান লাগোয়া ঝাড়খণ্ডের পটমদা থানার মাচা গ্রামে অনুষ্ঠান হয়েছে শনিবার।
|
একটি সংস্থার উদ্যোগে শনি ও রবিবার ঝালদা ও বাঘমুণ্ডিতে প্রতিবন্ধীদের দেওয়া হল ট্রাই সাইকেল, শ্রবণযন্ত্র-সহ নানা সহায়ক সরঞ্জাম। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নেপাল মাহাতো। |