সাইকেল চালানো শিখতে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী হিনা সাহা (১০)। শনিবার বিকেলের পর থেকে তার আর খোঁজ মেলেনি। রবিবার সকালে তার মৃতদেহ মিলল নবদ্বীপ লাগোয়া দোলগোবিন্দপুরে বিষ্ণুপ্রিয়া সেতুর নিচে পলতা খালে। উদ্ধার করা হয়েছে তার সাইকেলটিও। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পূর্বস্থলীর দোলগোবিন্দপুরের ওই ছাত্রী একা একা সাইকেল চালানো শিখতে গিয়ে কোনওভাবে সেতুর রেলিঙের সঙ্গে ধাক্কা খায়। তারপর ভারসাম্য হারিয়ে নিচে খালের জলে পড়ে যায়। সে একা থাকায় ঘটনার কথা কেউ জানতে পারেনি।
শ্রীরামপুর বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা সঞ্জিত সাহা পেশায় রিক্সাচালক। তিনি বলেন, “শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হিনা সাইকেল চালানো শিখবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পাইনি। রবিবার সকালে মেয়ের দেহ মিলল খাল থেকে।”
শনিবার বিকেলে বেশ শীত পড়েছিল। পথে বিশেষ লোকজনও ছিল না। তাই হিনা কোথায় গিয়েছিল সে বিষয়ে কেউই কিছু জানতে পারেননি। রবিবার সকালে হিনার দেহ উদ্ধারের পর গোটা গ্রাম শোকস্তব্ধ। এ দিন দুপুরে হিনাদের বাড়িতে গিয়ে দেখা গেল, মাঝেমধ্যেই সংজ্ঞা হারাচ্ছেন হিনার মা পুতুলদেবী। |
পাড়ার লোকজন ভিড় করেছেন ওই বাড়িতে। জটলা রয়েছে সেতুর উপরেও। রেলিং ভাঙা ওই বিপজ্জনক সেতুর উপর থেকে যেভাবে নিচের দিকে ঝুঁকে সবাই দেখছিলেন তাতে ফের একটা অঘটন ঘটতেই পারত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নবদ্বীপ শহরের শেষ আর পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের শুরুর সীমানায় রয়েছে গঙ্গার একটি পরিত্যক্ত খাত। সেটা পলতা খাল নামে পরিচিত। ওই খালের উপর বিষ্ণুপ্রিয়া সেতু দিয়েই দোলগোবিন্দপুর, নবদ্বীপ শহর এবং বিষ্ণুপ্রিয়া হল্ট ষ্টেশনে যাতায়াত করেন মানুষ। চলে সাইকেল, রিক্সা, ভ্যান, মোটরবাইক সহ নানা ধরণের ছোট গাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে ওই সেতুর যা দশা তাতে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘ দিন ধরে সেতুর দুপাশের রেলিংও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসন যদি সেতুটার দিকে নজর দিত তাহলে হয়তো ওই ছাত্রীকে এভাবে হারাতে হত না।
নবদ্বীপ নাগরিক কমিটির সম্পাদক ও আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “এই ধরনের জনবহুল এলাকায় সেতুর রেলিং ভাঙা, ম্যানহোলের ঢাকনা খোলা থাকা কিংবা বিদ্যুৎবাহী তার রাস্তায় পড়ে থাকাটা যেন অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। একটা অঘটন ঘটার পর সবাই তখন নড়েচড়ে বসবে। বিষ্ণুপ্রিয়া সেতুও তার ব্যতিক্রম নয়।”
পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, “ওই সেতুটির সংস্কারের পরিকল্পনা হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।” |