সহকর্মীদের মোবাইলে মেয়ের অশ্লীল ছবি দেখেছিলেন বাবা। কর্মসূত্রে ভিনরাজ্যে থাকা স্বামীর ফোন পেয়ে মেয়েকে শাসনও করেন মা। তার পরেই মেলে মেয়ের অগ্নিদগ্ধ দেহ। শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ওই ঘটনার পর বছর চোদ্দোর কিশোরীকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। কিন্তু পরিবারের লোকজন ওই কিশোরীকে বাড়িতে নিয়ে চলে আসেন। ওই রাতেই সে মারা যায়। ওই কিশোরীর মা জানান, “মেয়ে বলেছিল গ্রামেরই এক যুবক তার ছবি তোলে। কিন্তু অশ্লীল ছবির ব্যাপারে কিছুই জানত না বলায় রেগে গিয়ে মেয়েকে চড় মারি।” সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম বলেন, “ওই কিশোরীর পরিবার অত্যন্ত গরিব। কিশোরীর মায়ের অভিযোগ, কম্পিউটারের সাহায্যে অশ্লীল ছবির সঙ্গে মেয়ের মুখ জোড়া হয়েছে।” জেলার এসপি হুমায়ুন কবীর বলেন, ‘‘কী ঘটেছে তা পুলিশ খোঁজ নিয়ে দেখছে। ওই পরিবারের সঙ্গেও কথা বলা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিশ ব্যবস্থা নেবে।”
|
লরির ধাক্কা মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে রেজিনগরের লোকনাথপুর মোড়ের এই ঘটনায় মৃত মোজাম্মেল মোল্লা (৬৫) নতুন কাশীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। অন্য দিকে, গাড়ি উল্টে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত পিন্টু মণ্ডল (২৮) ও পটাই আলি শেখ (২২) চাপড়ার পুখুরিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ছোট গাড়ি করে ঢালাই মেশিন নিয়ে যাওয়ার পথে গাছা এলাকায় গাড়িটি উল্টে যেতেই এই বিপত্তি। শুক্রবার রাতে নাকাশিপাড়ার বামনডাঙ্গা এলাকায় বেথুয়াডহরী গামী একটি বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলে মারা যান গাড়ির চালক বামনডাঙার বসিন্দা রমেশ ঘোষ (২৫)। শনিবার বেলা দশটা নাগাদ নাকাশিপাড়ার জুগপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে কৃষ্ণনগরগামী একটি বাস জুগপুরের চাঁদবতী দাস (৫৯) কে ধাক্কা মারলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
|
জলঙ্গি নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে নওদা চণ্ডীপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বাকুবল সেখ (৩৮) ওই গ্রামেরই বাসিন্দা। গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এ দিন সকালে নদীতে একটা ভর্তি বস্তা ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। ওই বস্তা থেকেই মেলে বাকবুলের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাবেয়া বিবি (২৭) নামে এক মহিলার। তাঁর বাড়ি ভগবানগোলার দস্তিনায়। শনিবার সকালে নিজের ঘর থেকে রাবেয়ার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর দেখা যায় ওই মহিলার কানের দুল ও নাকছাবি উধাও। কান থেকে রক্তের গড়িয়ে পড়া দাগও রয়েছে। ওই মহিলার স্বামী দিনমজুরির কাজে জেলার বাইরে ছিলেন। আট বছরের ছেলে ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই মহিলা। ভগবানগোলা থানার ওসি মৃণাল সিংহ বলেন, “অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মত্যুর কারণ জানা যাবে।”
|
মহকুমাশাসকের কার্যালয়ের সামনে একটি জেরক্সের ও মোবাইলের দোকান থেকে চুরির ঘটনা ঘটল। শনিবার রাতে কান্দির ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই দোকান থেকে আটটি মোবাইল ফোন, মোবাইল ফোনের ক্যাসকার্ড ও তিন হাজার টাকা নগদ সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। দোকানের মালিক আসরাফুল শেখ বলেন, “মহকুমাশাসকের কার্যালয়ের এত সামনে চুরির ঘটনা ঘটবে ভাবতেও পারিনি।” শঙ্কায় এলাকার অন্য ব্যবসায়ীরাও। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “তদন্ত শুরু হয়েছে।” |