টুকরো খবর
দলের জন্য কাজ করুন, বার্তা তৃণমূল সভাপতির
ব্যক্তি স্বার্থ নয়, কাজ করতে হবে দলের স্বার্থে। কোনও ভাবে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। ঘাটালে দলের কর্মী সম্মেলনে এসে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূলের আসন্ন বিগ্রেড সমাবেশের প্রস্তুতি হিসেবে শনিবার ঘাটাল শহরের বিদ্যাসাগর হাইস্কুল মাঠে দলের মহকুমা কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সুব্রতবাবু বলেন, “দলকে ব্যবহার করে যাঁরা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন বা গোছাচ্ছেন তাঁরা এ বার বিশ্রাম নিতে পারেন। তাঁদের দলে আর প্রয়োজন নেই। কেউই দলের ঊর্ধ্বে নয়।” দলের রাজ্য সভাপতির হুঁশিয়ারি, “যদি কেউ অপরাধ করে ধরা পড়ে বলেন, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমাকে বাঁচান, সেই সব দিন শেষ। কারণ, এখন মমতা তথা তাঁর তৈরি দলকে পাহারা দিচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। সবাই সব কিছুই লক্ষ্য রাখছেন।” এ দিন কর্মী সম্মেলনে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের কয়েক হাজার কর্মী এবং বুথ থেকে জেলা স্তরের সব নেতারা হাজির ছিলেন। সুব্রতবাবু দাবি করেন, এ বার বিগ্রেডের সভা হবে ঐতিহাসিক। তাঁর কথায়, “সামনেই লোকসভা ভোট। ব্রিগেড সমাবেশে প্রমাণ হয়ে যাবে শুধু রাজ্যে নয়, ভারতের রাজনীতিতে তৃণমূলের প্রয়োজনীয়তা কতটা। এ বার কেন্দ্রে প্রধানমন্ত্রী হবেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন।” শনিবার দুপুর দু’টোয় কর্মী সম্মেলন শুরু হয়। আধ ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন সুব্রতবাবু। মহকুমার পাঁচটি ব্লকের সভাপতি, ত্রি-স্তর পঞ্চায়েতের সব সদস্য-সদস্যা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, পরিষদিয় সচিব শঙ্কর দোলই, মমতা ভুঁইয়া, দীনেন রায়, প্রদ্যোত্‌ ঘোষ, শ্যাম পাত্র, অজিত দে প্রমুখ। সভা পরিচালনা করেন তৃণমূলের ঘাটাল ব্লক সহ-সভাপতি দিলীপ মাঝি।

দাঁতনের পঞ্চায়েতে পালাবদলের ইঙ্গিত
নির্দল উপ প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় দাঁতনের একটি গ্রাম পঞ্চায়েতে পালাবদল হতে চলেছে। রবিবার দাঁতন-১ ব্লকের দাঁতন-১ গ্রাম পঞ্চায়েতের সরাইবাজারে তৃণমূলের সভায় যোগ দেন পঞ্চায়েতের উপপ্রধান ইমরান খান। তিনি বিক্ষুব্ধ সিপিএম। এত দিন নির্দল হিসেবেই উপপ্রধানের দায়িত্বে ছিলেন। এর ফলে ওই পঞ্চায়েতের ক্ষমতা তৃণমূলের দখলে আসতে চলেছে। গত পঞ্চায়তে নির্বাচনে ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধুমাত্র দাঁতন-১ গ্রাম পঞ্চায়েতেই নির্দলরা বোর্ড গঠন করে। ১১টি আসনের ৫টিতে জয়ী হন বিক্ষুদ্ধ সিপিএম নির্দল প্রার্থীরা। ১টি আসন পান সিপিএমের দলীয় প্রার্থী। বাকি ৫টি আসনে জেতে তৃণমূল। সিপিএম প্রার্থীর সমর্থন নিয়ে নির্দলরাই বোর্ড গঠন করে। তবে এ দিন ওই নির্দল উপপুরপ্রধান তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ উল্টে গেল। ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান বলেন, “সারা রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তা অনুভব করেই উপপ্রধান আমাদের দলে এসেছেন। এ বার আমরা ওই বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনব।” সব কিছু ঠিক থাকলে আজ, সোমবার অনাস্থার চিঠি বিডিও-র কাছে জমা দেওয়া হবে বলেও বিক্রমবাবু জানান। তৃণমূলে আসা ইমরানের বক্তব্য, “ব্লক জুড়ে সব তৃণমূলের পঞ্চায়েত। শুধু এই পঞ্চায়েত ছিল নির্দলদের। তাই উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছি।”

১৫ জানুয়ারি শুরু জেলা কৃষি মেলা
আগামী ১৫ জানুয়ারি মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হবে জেলা ‘মাটি, কৃষি, উদ্যান পালন, মত্স্য প্রাণী সম্পদ মেলা ২০১৪’। রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে মহিষাদল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত দু’দিন ব্যাপী এই মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলায় কিষান ক্রেডিট কার্ড, ভর্তুকিতে ১৫টি পাম্প সেট, ৪৫৩ জন কৃষককে বিনামূল্যে ২৫ কিলোগ্রাম করে ভার্মি কম্পোস্ট, ৬০০ জনকে দশটি করে মুরগি ছানা তাদের খাবার বিতরণ করা হবে। ‘কৃষিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব’ বিষয়ে আলোচনাসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিষয়ে চিত্র প্রদর্শনী, লোক অনুষ্ঠানও থাকছে। এছাড়াও কৃষি উদ্যান প্রদর্শনীতে পুরস্কারের ব্যবস্থা, গাভী সারমেয় প্রদর্শনী, পিঠে -পুলি প্রতিযোগিতার ব্যবস্থাও থাকবে। মেলার শেষ দিন ‘কৃষি পরিকল্পনায় নতুন অভিমুখ’ শীর্ষক আলোচনাসভায় যোগ দেবেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ব্লকের তিন জন কৃতী কৃষককে সংবর্ধনা দেওয়া হবে মেলায়। এছাড়া ভর্তুকিতে ধান ঝাড়াই মেশিন বিলির পাশাপাশি কৃষকদের বার্ধক্য ভাতাও দেওয়া হবে।

চেক বিলি শ্রমমন্ত্রীর
ঘাটাল ব্লকের ১২টি পঞ্চায়েত এলাকার কিছু গ্রামে অসংগঠিত শ্রমিকদের হাতে চেক তুলে দিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। দিন বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে চলতি বিদ্যাসাগর মেলার এক অনুষ্ঠানে যোগ দেন শ্রমমন্ত্রী। সেখানেই ৯২৫ জনের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। শ্রমমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে গোটা রাজ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষ অসংগঠিত শ্রমিককে ১০৪ কোটি টাকার চেক তুলে দিয়েছি। এটা দেশের মধ্যে নজিরবিহীন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর দোলই, মহকুমাশাসক অদীপ রায় -সহ অন্যরা।

সম্মেলন শেষ
তৃণমূলের শিক্ষাসেলের হলদিয়া মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল সুতাহাটার সুবর্ণজয়ন্তী ভবনে। শিক্ষাসেলের হলদিয়া মহকুমা সম্পাদক রঞ্জিতকুমার দাস জানান, রবিবারের সম্মেলনে প্রায় দেড় হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। দিন এলাকার দুঃস্থ মাধ্যমিক পড়ুয়াদের হাতে বিশেষ পুস্তক তুলে দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত বিবেকানন্দ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বনাথানন্দকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গোপাল সাউ প্রমুখ।

দুর্ঘটনায় মৃত্যু
বাস থেকে পড়ে মৃত্যু এক যুবকের। মৃতের নাম তিলক মুর্মু (১৮)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গোয়ালতোড় থানার শুটকিঝুড়ি এলাকায়। মৃতের বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। পুলিশ জানিয়েছে, এ দিন বাসে চেপে তিলক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বাসে ভিড় থাকায় গেটের কাছে দাঁড়িয়েছিল তিনি। গাড়ির চালক ব্রেক কষলে আচমকাই গেট পড়ে যায় তিলক। চিকিত্সা শুরুর আগেই তিলকের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

শিক্ষকদের দাবি
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকে মাতঙ্গিনী হাজরা, বিদ্যাসাগরের জীবনী জাতীয় সংগীতকে ফের অর্ন্তভুক্ত করা -সহ একাধিক দাবি উঠল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর শাখার চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনে। সমিতির সম্পাদক অরূপ ভৌমিক বলেন, “দাবিগুলি জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা সংসদ চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়া হবে।” আগামী ২৯ জানুয়ারি কলকাতার রানি রাসমসি রোডে সমিতির তরফে জমায়েত অবস্থান বিক্ষোভ করা হবে বলে তিনি জানিয়েছেন।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম বাদল মিদ্যা (৩৪)। বাড়ি মহিষাদল থানা এলাকার দ্বারিবেড়িয়া গ্রামে। রবিবার হলদিয়া- মেচেদা রাজ্য সড়কে মঞ্জুশ্রী মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্গাচক থানা এলাকার একটি নির্মাণ সংস্থার কর্মী ছিলেন বাদল। এ দিন রাস্তা পার হওয়ার সময় মঞ্জুশ্রী মোড়গামী একটি ট্যাঙ্কার তাঁকে ধাক্কা মারে। ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক।

বোমা উদ্ধার
ঝোপের মধ্যে থেকে ১০টি বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ওই ঘটনায় উত্তেজনা তৈরি হয় তমলুকের শিমুলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে শিমুলিয়ার এক মাঠ সংলগ্ন ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের জার দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। গ্রামবাসী তা জানতে পেরে পুলিশকে জানায়। তবে বোমাগুলি বেশ কিছু দিনের পুরানো বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই বোমাগুলি রেখেছিল।

কংগ্রেস সম্মেলন
রবিবার দাসপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যুব কংগ্রেসের উদ্যোগে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হল। ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি বিকাশ ভুঁইয়া, সহ সভাপতি জগন্নাথ গোস্বামী, রফিক আলি, তারাপদ পাত্র, যুব নেতা সুপ্রিয় বেরা প্রমুখ।

জয়ী এরিয়ান্স
এগরার পানিপারুলের বোলকুশদায় সাত দিন ধরে চলা দুর্গামনি জানা ও রমেশভট্ট স্মৃতি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বেলদা এরিয়ান্স ক্লাব। তারা ফাইনালে ওড়িশার দেউলা ইয়ুথ ক্লাবকে এক ইউকেটে হারায়।

শেষ প্রদর্শনী
রবিবার শেষ হল পাঁচ দিনের ব্রতচারী প্রদর্শনী। মঙ্গলবার থেকে কলকাতার বাংলা ব্রতচারী সমিতির ব্যবস্থাপনায় বিবেকানন্দ মিশন আশ্রমের শিক্ষায়তন প্রাঙ্গনে প্রদর্শনী শুরু হয়।

আলোচনাসভা
বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে শনিবার কাঁথির দেশপ্রাণ ব্লকের বকুয়াবাঁধে এক আলোচনাসভা হল। অনুষ্ঠানে পাঁচশো দুঃস্থ ব্যক্তির হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.