বিবেকানন্দ স্মরণে দৌড়, প্রশাসনিক কর্তাদের ব্যাডমিন্টন
দযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠ্যসামগ্রী বিতরণ এ সব তো আছেই। সঙ্গে জুড়ল দৌড় প্রতিযোগিতা, কোথাও আবার ব্যাডমিন্টন খেলা। নানা ভাবে স্বামী বিবেকানন্দের ১৫২তম জন্মজয়ন্তী পালন হল দুই মেদিনীপুরে।
রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘বিবেকানন্দের শিক্ষা ও সমাজ ভাবনা’ শীর্ষক আলোচনাসভা হয়। ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের উদ্যোগে সকালে শোভাযাত্রা বেরোয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গড়মাল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগেও সকালে শোভাযাত্রা বেরোয়। দৌড় প্রতিযোগিতা হয় বিভিন্ন জায়গায়। মেদিনীপুরের বার্জটাউন ইন্দির গাঁধী মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হয়। পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়, বিমল মাহাতো, পুরপ্রধান প্রণব বসু, আইএফএ’র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল প্রমুখ। ১৬ নম্বর ওয়ার্ড যুব কংগ্রেসের উদ্যোগে ৩ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে বড়বাজারে সারদা আশ্রমে ১২৫ জন পড়ুয়ার হাতে পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
মেদিনীপুর শহরে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
বক্সীবাজার শিশু উদ্যান কমিটির উদ্যোগে এদিন নানা প্রতিযোগিতা হয়। ছিল যেমন খুশি সাজো, পাসিং দ্য বল, মোমবাজি প্রজ্জ্বলন। গোলকুয়াচক উন্নয়ন সমিতি সন্ধ্যায় ১৫২টি মোমবাতি প্রজ্জ্বলন করে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে। তার আগে সকালেও সমিতির উদ্যোগে নানা কর্মসূচি হয়। মেদিনীপুর ব্লক অফিস চত্বরে বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। মাঠে নামেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, বিডিও (সদর) ঋত্বিক হাজরা প্রমুখ। বিবেকানন্দ দাতব্য চিকিত্‌সালয়ের উদ্যোগে মেদিনীপুরে বিধাননগর মাঠে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গোয়ালতোড় নালন্দা এডুকেশন অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বালিচক বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এ দিন স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির হয়। এই উপলক্ষে টানা তিন দিন ধরে নানা অনুষ্ঠানের সঙ্গেই যোগা প্রতিযোগিতা, ডেবরা থানার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান, গরিবদের শীতবস্ত্র বিতরণ প্রভৃতির আয়োজন ছিল।
মেদিনীপুর সদর বিডিও অফিসে প্রাঙ্গণে ব্যাডমিন্টন প্রতিযোগিতায়
বিডিও এবং মহকুমাশাসক। ছবি: রামপ্রসাদ সাউ।
খড়্গপুর মহকুমায় রেলশহর ছাড়াও দাঁতন, সবং, কেশিয়াড়ি, ডেবরা-সহ বিভিন্ন ব্লকে বিবেকানন্দ স্মরণে অনুষ্ঠান হয়। সবংয়ের মালপাড় বিবেকানন্দ শিক্ষায়তনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক মানস ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা, ইতিহাসবিদ হোসেনুর রহমান, জেলা পরিষদ সদস্য বিকাশ ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে মানস ভুঁইয়া ওই বিদ্যালয়কে বিধায়ক তহবিলের টাকায় ৪ লক্ষ টাকা দান করেন। সবং বিবেকানন্দ গ্রামীণ মেলার শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেলুড় মঠের স্বামী হরিময়ানন্দ, বিধায়ক মানস ভুঁইয়া প্রমুখ। এ দিনই দাঁতন ব্লকের অন্ত্রিতে স্বামী বিবেকানন্দ আদিবাসী হাইস্কুলে প্রাক্তনীদের উদ্যোগে স্বামীজির একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এ ছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে সামনে রেখেই ব্লক যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বেলদা বাজার এলাকায় এ দিন সকালে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি, প্রভাতী বালিকা বিদ্যালয়-সহ বেশ কিছু স্কুলের পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। এরপর বেলদা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অনুষ্ঠান হয়।
ঝাড়গ্রামেও নানা অনুষ্ঠান হয় এ দিন। ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতির উদ্যোগে দু’দিন ব্যাপী বিবেক মেলা শুরু হয়েছে। মেলা চলছে শহরের রবীন্দ্র পার্কে। উদ্বোধন করেন স্বামী সুরেন্দ্রানন্দজী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলও দিনটি উদ্‌যাপন করে। মেদিনীপুর, খড়্গপুর শহর-সহ জেলা জুড়েই বিবেকানন্দের জন্মদিবস পালন করেছে বিজেপি। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলে, “কয়েকটি এলাকায় অনুষ্ঠান হয়। সেখানে বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।”
ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হয়। অনুপ্রেরণা ও মেধা অনুসন্ধানের আর্থিক সহযোগিতায় ও ঘাটাল মহকুমা হাসপাতালের উদ্যোগে স্থাপিত এই মূর্তির উদ্বোধন করেন পরিষদীয় সচিব (সেচ) শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, প্রাক্তন মহকুমাশাসক তথা হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অংশুমান অধিকারী, ঘাটালের মহকুমাশাসক অদীপ রায়, সংস্থার সভাপতি দুলাল কর, দিলীপ মাঝি, অনুরাধা দেব প্রমুখ। ঘাটাল শহরের আড়গোড়ায় বিবেকানন্দ সেবায়নের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। ঘাটাল থানা সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঘাটালের পুরপ্রধান বিভাস ঘোষ, উপপুরপ্রধান উদয়শঙ্কর সিংহরায়। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে স্বামী বিবেকানন্দ জন্মসার্ধশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে নানা অনুষ্ঠান হয়। এ দিন সকাল ৬টা ৩৩ মিনিটে বিবেকানন্দের জন্ম মুহূর্তে শঙ্খবাদনের মধ্য দিয়ে মঙ্গলারতি করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের স্বামী পরিতৃপ্তানন্দ। প্রভাতফেরি হয়। বিবেকানন্দ গীতি আলেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে ছিলেন কমিটির সভাপতি বিধান ভুঁইয়া, সম্পাদক সোমনাথ দাস, সমরেন্দ্রনাথ দাস, সুবর্ণ পণ্ডা। কাঁথি টাউনহলে কাঁথি শিশু মহলের পক্ষ থেকে ও কাঁথি বইমেলায় বিবেকানন্দকে নিয়ে আলোচনাসভা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.