আগে নয়, বুদ্ধের পরে মুকুলের সভা
গামী ২ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে জনসভা করবে সিপিএম। প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের এই সভার আগে শহরে জনসভা করার তোড়জোড় শুরু করেছিল তৃণমূল। দলের জেলা নেতৃত্ব সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছিলেন, আগামী ১৮ জানুয়ারি মেদিনীপুর শহরে দলের জনসভা হবে। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়। তবে, ১৮ জানুয়ারি তৃণমূলের সভা হচ্ছে না।
দলের অন্দরের খবর, বুদ্ধবাবুর আগে শহরে সভা করতে রাজি হননি তৃণমূলের ওই শীর্ষ নেতা। জেলা নেতৃত্বকে তিনি জানিয়েছেন, আগে সিপিএমের সভা হোক। তারপর তিনি শহরে এসে সভা করবেন। মুকুলবাবুর এই বার্তায় বিড়ম্বনায় পড়েছেন দলের জেলা নেতৃত্ব। পরিস্থিতি দেখে তাঁরা সভা পিছিয়েও দিয়েছেন। কেন জনসভা পিছনো হল? জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ বলেন, “এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আগে বুদ্ধবাবুর সভা হোক। তারপর আমরা সভা করব।” তাহলে তৃণমূলের সভা কবে হবে? প্রদ্যোত্‌বাবুর জবাব, “সভার দিন এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই চূড়ান্ত হবে।” দলের এক সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই সভা হতে পারে।
দু’বছর পর পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্য জনসভা করতে চলেছে সিপিএম। সভা হবে মেদিনীপুর শহরের কলেজ মাঠে। লালগড়ের জেলায় সিপিএমের শেষ প্রকাশ্য জনসভা হয়েছে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি। সে বারও বুদ্ধবাবুই প্রধান বক্তা ছিলেন। দলের ২১তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন উপলক্ষে মেদিনীপুর কলেজ মাঠে ওই সভার আয়োজন করা হয়েছিল। আগামী ৯ ফেব্রুয়ারি সিপিএমের বিগ্রেড সমাবেশ রয়েছে। তার আগে সদর শহরে জনসভা করার সিদ্ধান্ত নেন জেলা সিপিএম নেতৃত্ব। ইতিমধ্যে এ নিয়ে দলীয়স্তরে আলোচনা হয়েছে। জনসভার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর প্রচারও শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারির সভার সমর্থনে বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানো হচ্ছে, হচ্ছে দেওয়াল লিখন। এক সময় ‘লালদুর্গ’ হিসেবে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুর। এখন সেখানে সবুজের রমরমা। পরিবর্তিত পরিস্থিতিতে জেলার একের পর এক এলাকায় জমি হারিয়েছে সিপিএম।
উল্টে তৃণমূলের আধিপত্য বেড়েছে। রাজ্যে পালাবদলের পর যতগুলো নির্বাচন হয়েছে, তার সবকটিতেই তৃণমূলের দাপট দেখা গিয়েছে। তা সে পঞ্চায়েত নির্বাচন হোক বা পুরসভা। সামনে লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সিপিএমকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার আগেই মেদিনীপুর শহরে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা তৃণমূল। আগামী ৩০ জানুয়ারি তৃণমূলের বিগ্রেড সমাবেশ। জেলা তৃণমূল নেতৃত্ব ঠিক করেছিলেন, তার আগে ১৮ জানুয়ারি শহরে মুকুল রায়ের সভা হবে। তার আগে ঘাটাল, সবং, পিংলা, ডেবরা, কেশপুর, মেদিনীপুর শহরে এসে কর্মিসভা করবেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। তবে, মুকুলবাবুর বার্তায় সূচি পাল্টাচ্ছে। সভার স্থানও চূড়ান্ত হয়নি। জেলা তৃণমূলের এক নেতা রবিবার বলেন, “সিপিএম কলেজ মাঠে সভা করবে। এখনও পর্যন্ত ঠিক আছে, আমাদের সভাও কলেজ মাঠে হবে। সভা থেকে সিপিএমের অপপ্রচারেরই জবাব দেওয়া হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.