তা হলে দেখা যাক, ফিফা-র সরকারি ব্যাখ্যা কী ব্যালন ডি’অর পুরস্কারের ব্যাপারে ‘এটা ব্যক্তিগত ভাবে একজন ফুটবলারের পুরস্কার, যার গত বছর পারফরম্যান্স বাকি সব ফুটবলারের চেয়ে ভাল।’ অর্থাৎ, তাঁকে গত বছরের সেরা টিমের সেরা ফুটবলার না হলেও হবে, কিংবা বর্তমান কালের সেরা ফুটবলার। সে ক্ষেত্রে বর্তমান যুগের সেরা ফুটবলার তর্কাতীত ভাবে মেসি এবং গত বছরের সেরা টিমের ফুটবলার হলেন রিবেরি। কিন্তু গত বছরের শুধু একজন ফুটবলারের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স দেখলে এক নম্বরে থাকবেন রোনাল্ডো। ট্রফি জেতেননি, কিন্তু বড় ম্যাচে রোনাল্ডোই জিতেছেন। গত বছর কোপা দেল রে সেমিফাইনালে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু কাম্পে মেসি-ইনিয়েস্তা-জাভিদের বধে রিয়ালের হয়ে জোড়া গোল রোনাল্ডোর। বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে উত্তর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে হ্যাটট্রিক। (নভেম্বরে প্লে-অফে সুইডেন ম্যাচেও রোনাল্ডোর হ্যাটট্রিকেই ব্রাজিলের টিকিট পায় পর্তুগাল।)
২০১২-১৩ মরসুমে রিয়াল মাদ্রিদ কোনও বড় ট্রফি জিততে না পারায় তাদের দলের প্রায় সব ফুটবলারের ফর্ম নিম্নমুখী থেকেছে। ব্যতিক্রম শুধু রোনাল্ডো। অসাধারণ স্কোরিং দক্ষতা, গতি, ফিটনেস, শু্যটিং, হেডিং তো ছিলই, গত বছর এ সবের সঙ্গে রোনাল্ডো সতীর্থদের সঙ্গে বোঝাপড়া করে খেলার ক্ষমতা, পরিণতিবোধ এবং টিমম্যান হিসাবে উন্নত হয়েছেন। রিয়ালে প্রাক্তন কোচ হোসে মোরিনহোর সঙ্গে মতানৈক্য হলেও টিমের দায়িত্বে আসা আরেক হাইপ্রোফাইল কোচ আনসেলোত্তি রোনাল্ডো সম্পর্কে একটিও বিরূপ কথা বলেননি এখনও।
বরং রিয়াল কোচ বলছেন, “ক্রিশ্চিয়ানো যদি এ বার ব্যালন ডি’অর না পায়, তা হলে আমি প্রতিবাদে ফিফায় ধর্না দেব। রোনাল্ডো হল আদর্শ পেশাদার ফুটবলার। এ বার ওর চেয়ে বেশি এই পুরস্কার পাওয়ার যোগ্য আর কেউ নেই।” পতুর্গাল কোচ পাওলো বেন্তো-র মন্তব্য, “রোনাল্ডো এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার। এ বার ব্যালন ডি’অর ও না পেলে খুব অন্যায় হবে।” গ্যারি লিনেকারের কথায়, “ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কার বলে আরও বেশি করে রোনাল্ডোর পাওয়া উচিত।”
এমনকী রিবেরির বায়ার্ন সতীর্থ আর্জেন রবেন এবং মেসির পূর্বসুরি আর্জেন্তিনীয় কিংবদন্তি মারাদোনা পর্যন্ত রোনাল্ডোর পক্ষে ‘ভোট’ দিচ্ছেন। রবেন বলছেন, “ক্রিশ্চিয়ানো পুরোপুরি যোগ্য এই পুরস্কার পাওয়ার।” আর মারাদোনা?
|
তিনের চোখে |
আমি কি পুরস্কারটা পাওয়ার যোগ্য এ বার? হয়তো...। যেমন গত বার ছিলাম কিংবা দু’বছর আগে ছিলাম। আমি মনে করি, ব্যালন ডি’অর আমি প্রত্যেক বার জিততে পারতাম।
রোনাল্ডো |
তিন ফাইনালিস্টের মধ্যে থাকতে পারাটাই আনন্দের। তার জন্য আমি গর্বিত। আমার কাছে টিমের খেতাবই সত্যিকারের গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত ভাবে স্বীকৃতি পাওয়াটাও সব সময় একটা সুন্দর অনুভূতি। যদিও এ বার ব্যালন ডি’অর না জিততে পারলে আমার কাছে সেটা পৃথিবী শেষ হয়ে যাওয়া হবে না মোটেই।
মেসি |
ব্যালন ডি’অর জিততে পারি কি না পারি, আমি আনন্দ নিয়েই থাকব। মেসি আর রোনাল্ডোর সঙ্গে আমিও পুরস্কারটার একজন চূড়ান্ত দাবিদার হয়েছি, সেটাতেই আমি আনন্দিত।
রিবেরি |
|
ত্রিমুখী লড়াই |
ফ্র্যাঙ্ক রিবেরি
(বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
ক্লাব ৪০ ম্যাচে ১৮ গোল
আন্তর্জাতিক ৭ ম্যাচে ৪ গোল
খেতাব: চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা,
জার্মান কাপ, উয়েফা সুপার কাপ |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল)
ক্লাব ৫১ ম্যাচে ৫৯ গোল
আন্তর্জাতিক ৯ ম্যাচে ১০ গোল
খেতাব: নেই |
লিওনেল মেসি
(বার্সেলোনা ও আর্জেন্তিনা)
ক্লাব ৩৯ ম্যাচে ৩৯ গোল
আন্তর্জাতিক ৭ ম্যাচে ৬ গোল
খেতাব: লা লিগা, স্প্যানিশ সুপার কাপ |
|