ম্যারাথনের পুরস্কার বিলির অনুষ্ঠানে ভাইচুং, শুভশ্রী
পাহাড়ে সফল শান্তির দৌড়
ঘুম স্টেশন থেকে চৌরাস্তাপাকদন্ডি পথে শান্তির জন্য দৌড়লেন ২ হাজার প্রতিযোগী। দার্জিলিং জেলা পুলিশের আয়োজিত ম্যারাথন দৌড়ে রবিবার দেশের ৮টি রাজ্য থেকে প্রতিযোগিরা অংশ নেন। প্রতিয়োগিতায় প্রায় ৫০০ মহিলাও যোগ দেন। দার্জিলিঙের ঘুম থেকে এ দিন সকালে দৌড় শুরু হয়ে ১৩ কিলোমিটার দূরে চৌরাস্তায় শেষ হয়। পুরুষ এবং মহিলা দুটি বিভাগে ১৮ থেকে ৪৫ বছরের প্রতিযোগীরা ছিলেন। জেলা পুলিশের তরফে এই ম্যারাথনকে দার্জিলিঙের শান্তির জন্য দৌড় বলে ঘোষণা করা হয়েছিল।
এ দিন ম্যারাথন ঘিরে দার্জিলিঙের বাসিন্দাদের উৎসাহও দেখা গিয়েছে। রাস্তার দু’পাশে বাসিন্দারা দাঁড়িয়ে প্রতিযোগীদের উৎসাহ দিয়েছেন। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেছেন, “গত ২৪ অক্টোবর মুখ্যমন্ত্রী পাহাড়ে এসে ক্রীড়া উৎসবের আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন। সে কারণেই তাইকান্ডো, তিরন্দাজি, ফুটবল প্রতিযোগিতার পরেএ বারে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল।” এ দিনের ম্যারাথনে প্রতিযোগীদের সংখ্যায় উচ্ছসিত পুলিশ সুপার। তাঁর কথায়, “হাজার খানেক প্রতিযোগী হবে বলে প্রথমে ভেবেছিলাম। কিন্তু ২ হাজার প্রতিযোগী ম্যারাথনে অংশ নেওয়ায় এর সফলতার প্রমাণ।”

জনসংযোগে ১৩ কিলোমিটার দৌড়। প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় করে
দাঁড়িয়ে রয়েছেন বাসিন্দারাও। দার্জিলিং-এ রবিন রাইয়ের তোলা ছবি।
দার্জিলিং পুলিশ সূত্রে জানানো হয়, দার্জিলিঙের স্থানীয় প্রতিযোগীরা ছাড়াও সিকিম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, কর্ণাটক, গুজরাত, উত্তর প্রদেশ এবং রাজস্থান থেকে আসা প্রতিযোগীরা ম্যারাথনে ছিলেন। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া দৌড়ের সূচনা করেন। বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। এ দিন পুরস্কার বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ভাইচুঙের কথায়, “এ ধরনের ম্যারাথন আয়োজন খুবই প্রশংসনীয়। যে উদ্দেশ্যে এই ম্যারাথন আয়োজিত করা হলও সেটিও খুবই গুরুত্বপূর্ণ। দার্জিলিং-এর শান্তি সিকিম সহ গোটা অঞ্চলের পক্ষে কাঙ্ক্ষিত।” দু’টি বিভাগের-ই প্রথম তি নজনের হাতে রবিবার দুপুরে প্রতীকী পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার জানান, ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী পুরস্কার দেবেন।
ম্যারাথনে প্রথম পুরস্কার ১ লক্ষ ২৫ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। পুরুষ বিভাগে রাজস্থানের হরিশঙ্কর শর্মা প্রথম, উত্তরপ্রদেশে সুনীল প্রসাদ দ্বিতীয় ও তৃতীয় উত্তরাখন্ডের হরিশ রাম। মহিলা বিভাগে আসানসোলের শ্যামলী সিংহ প্রথম। দ্বিতীয় হয়েছেন কলকাতার প্রতিমা টুডু ও সিকিমের মঙলি তামাঙ্গ তৃতীয় হয়েছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.