জনসংযোগে ১৩ কিলোমিটার দৌড়। প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় করে
দাঁড়িয়ে রয়েছেন বাসিন্দারাও। দার্জিলিং-এ রবিন রাইয়ের তোলা ছবি। |
দার্জিলিং পুলিশ সূত্রে জানানো হয়, দার্জিলিঙের স্থানীয় প্রতিযোগীরা ছাড়াও সিকিম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, কর্ণাটক, গুজরাত, উত্তর প্রদেশ এবং রাজস্থান থেকে আসা প্রতিযোগীরা ম্যারাথনে ছিলেন। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া দৌড়ের সূচনা করেন। বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। এ দিন পুরস্কার বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ভাইচুঙের কথায়, “এ ধরনের ম্যারাথন আয়োজন খুবই প্রশংসনীয়। যে উদ্দেশ্যে এই ম্যারাথন আয়োজিত করা হলও সেটিও খুবই গুরুত্বপূর্ণ। দার্জিলিং-এর শান্তি সিকিম সহ গোটা অঞ্চলের পক্ষে কাঙ্ক্ষিত।” দু’টি বিভাগের-ই প্রথম তি নজনের হাতে রবিবার দুপুরে প্রতীকী পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার জানান, ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রী পুরস্কার দেবেন।
ম্যারাথনে প্রথম পুরস্কার ১ লক্ষ ২৫ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। পুরুষ বিভাগে রাজস্থানের হরিশঙ্কর শর্মা প্রথম, উত্তরপ্রদেশে সুনীল প্রসাদ দ্বিতীয় ও তৃতীয় উত্তরাখন্ডের হরিশ রাম। মহিলা বিভাগে আসানসোলের শ্যামলী সিংহ প্রথম। দ্বিতীয় হয়েছেন কলকাতার প্রতিমা টুডু ও সিকিমের মঙলি তামাঙ্গ তৃতীয় হয়েছেন। |