টুকরো খবর
শেষ আটে লি বনাম হেশ
গ্র্যান্ড স্ল্যামে সাম্প্রতিক কালে ভারতীয়দের যত দাপট ডাবলসে। কিন্তু এ বারের অস্ট্রেলীয় ওপেনে পুরুষ ও মহিলা দু’বিভাগেই ভারতীয় ডাবলস তারকারা কঠিন চ্যালেঞ্জের সামনে। পুরুষ ডাবলসে লিয়েন্ডার পেজ ও তাঁর চেক পার্টনার রাদেক স্টেপানেক যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর মেলবোর্নেই প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামছেন। প্রথম রাউন্ডে তাঁরা শক্তিশালী চেক জুটি লুকাস ডুহি-লুকাস রসোলের সামনে। ডুহির সঙ্গে লিয়েন্ডারের দু’টি গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা আছে। রসোল দু’বছর আগে উইম্বলডনে নাদালকে হারিয়ে শিরোনামে উঠে আসেন। কোনও অঘটন না ঘটলে লিয়েন্ডাররা কোয়ার্টার ফাইনালে লড়বেন মহেশ ভূপতি ও রাজীব রামের অবাছাই কিন্তু ইন্দো-মার্কিন জুটির বিরুদ্ধে। রোহন বোপান্না ও তাঁর পাকিস্তানি সঙ্গী আইসাম কুরেশি সপ্তম বাছাই। কিন্তু বহু আলোচিত ইন্দো-পাক জুটি কোয়ার্টার ফাইনালে পড়ে যাবেন শীর্ষ বাছাই বব ও মাইক ব্রায়ানের সামনে। গত বারের চ্যাম্পিয়ন ব্রায়ান ভাইদের মতোই মেয়েদের ডাবলস চ্যাম্পিয়ন সারা ইরানি-রবার্তা ভিঞ্চি এ বার শীর্ষ বাছাই। এবং ফেভারিট ইতালীয় জুটির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে সানিয়া মির্জা-কারা ব্ল্যাককে।

ফিঞ্চ-ওয়ার্নারের রেকর্ড
টেস্টের পর ওয়ান ডে সিরিজেও ইংল্যান্ডের দুর্দশা কাটার কোনও লক্ষণ নেই। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি (১২১) আর ডেভিড ওয়ার্নারের (৬৫) দুরন্ত ব্যাটিংয়ে অ্যালিস্টার কুকদের প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেটে হারায় অজিরা। প্রথমে ব্যাট করে ২৬৯-৭ তুলেছিল ইংল্যান্ড। জবাবে ফিঞ্চ-ওয়ার্নারের ১৬৩ রানের ওপেনিং পার্টনারশিপই অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়। ওয়ান ডে-তে প্রথম উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই অস্ট্রেলিয়ার সর্বাধিক রান।

শ্রীলঙ্কা এগোল
শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় ফ্লাড লাইট জ্বালিয়েই খেলা শুরু হয়েছিল দুবাইয়ে। কিন্তু তাতেও পাকিস্তানের ভাগ্য উজ্জ্বল হল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে হারল পাকিস্তান। পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের বাকি তিন উইকেট ২৯ রানে ফেলে দেওয়ায় জয়ের জন্য ১৩৭ রান তাড়া করতে হত শ্রীলঙ্কাকে। ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান অ্যাঞ্জেলো ম্যাথুজরা। প্রথম ইনিংসে ১২৯ রান করে ম্যাচের সেরা মাহেলা জয়বর্ধনে।

নীলাশের ব্রোঞ্জ
নজর কাড়ল নীলাশ সাহা। দিল্লিতে আন্তর্জাতিক দাবায় ১০ রাউন্ডে সাড়ে আট পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতল নবনালন্দার সপ্তম শ্রেণির ছাত্র নীলাশ। একটাও ম্যাচ হারেনি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন ও রানার্সের সঙ্গে পয়েন্ট সমান করলেও শেষ পর্যন্ত টাইব্রেকে তৃতীয় হয়। ৫৪৬ জনের টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থেকে ব্রোঞ্জ জেতাটা আলেখিন চেজ ক্লাবের নীলাশের বড় সাফল্য।

চ্যাম্পিয়ন বাকসাড়া
প্রদীপ্ত মণ্ডল স্মৃতি ভলিবলে চ্যাম্পিয়ন হল বাকসাড়া নব চক্র। ফাইনালে তারা ৩-০ হারায় জগাছা ব্যায়াম সমিতিকে। মধ্য হাওড়ার সরস্বতী ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের প্রেরণা এক ক্রীড়াপ্রেমীর স্মৃতি। ২০১২-য় পথ দুর্ঘটনায় মারা যান হাওড়ার কৈলাস ব্যানার্জি লেনের খেলা অন্ত প্রাণ ২২ বছরের প্রদীপ্ত। রবিবার ফাইনালে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.