লাইসেন্স ছিল না। লাইসেন্স পাওয়ার বয়সও হয়নি। তবু তার হাতেই ছিল স্টিয়ারিং। শখের গাড়ি চালানোর মাসুল দিয়ে দুর্ঘটনায় জখম হল দুই কিশোর। রবিবার ঘটনাটি ঘটেছে লেকটাউনের কাছে সার্ভিস রোডে। আহতদের নাম ঋষভ অগ্রবাল (১৭) এবং পচ অগ্রবাল (১২)।
পুলিশ জানায়, এ দিন ঋষভ এবং পচ গাড়ি নিয়ে ভিআইপি রোড ধরে উল্টোডাঙা থেকে বাঙুরের দিকে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিল ঋষভ। লেকটাউন সার্ভিস রোডে ঢুকে বাঙুরের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা এবং লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিশ এসে ওই দুই কিশোরকে উদ্ধার করেন। তাদের লেকটাউনের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সার্ভিস রোডে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিছু দিন আগে গাড়ি ব্যাক করে গ্যারাজে ঢোকাতে গিয়ে এক শিশুকে পিষে দিয়েছিলেন এক তরুণী। তার আগে গাড়ি চালানো শিখতে গিয়ে এক পথচারীকে ধাক্কা মারেন এক তরুণী।
এ দিনের দুর্ঘটনার পরে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন সার্ভিস রোডে নিয়ম না মেনে গাড়ি চালানো শেখানো হয়। শুধু তাই নয়, রাস্তার দু’ধারে সার দিয়ে গাড়ি দাঁড় করানো থাকে। ফলে, যাতায়াতের জন্য থাকে এক চিলতে জায়গা। পুলিশ-প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই। একাধিক বার জানিয়েও লাভ হয়নি।
স্থানীয় এক বাসিন্দা অলোক বসু বলেন, “আমি ওই রাস্তায় প্রায়শই প্রাতর্ভ্রমণে এবং বিকেলে হাঁটতে যাই। রীতিমতো প্রাণ হাতে করে চলতে হয়।” এ ব্যাপারে বিধাননগর কমিশনারেটের এসিপি (ট্রাফিক) অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। ওই রাস্তায় যাতে গাড়ি দাঁড় করিয়ে রাখা না হয়, সে ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। লেকটাউন ট্রাফিক গার্ডের ওসি-কে এ ব্যাপারে নজর রাখতে বলা হয়েছে। তবে আগের চেয়ে দুর্ঘটনা কমেছে। ভোরের দিকে ওই রাস্তায় টহলদারিও আগের থেকে বাড়ানো হয়েছে।” |