গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা |
অন্যের হয়ে চাকরির পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হলেন দুই যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অশোক দাস এবং ধীরজ কুমার। অশোক বোকারো এবং ধীরজ জামশেদপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার ঢাকুরিয়ার পরেশনাথ বালিকা বিদ্যালয় নামে একটি স্কুলে চাকরির পরীক্ষার সিট পড়েছিল। সেখানেই দুই পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসেন অশোক ও ধীরজ। তাঁদের ব্যবহারে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলে অনেক অসঙ্গতি পায়। তার জেরেই অশোক ও ধীরজকে গ্রেফতার করা হয়। এ দিনই ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতারের আর একটি ঘটনা ঘটে নারকেলডাঙাতেও।
|
ফুলবাগান এলাকায় এক অটোচালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় কাঁকুড়গাছি থেকে যুবভারতী স্টেডিয়াম রুটের একটি অটোয় ওঠেন এক ব্যক্তি। কিছু দূর গিয়ে অটোচালক ওই যাত্রীকে জানান, অটো যাবে করুণাময়ী পর্যন্ত। যুবভারতী পর্যন্ত যেতে হলে বাড়তি টাকা দিতে হবে। এই নিয়ে বচসা শুরু হয়। অটোচালক তখনই তাঁকে মারধর করেন বলে বাপি দাস নামে ওই যাত্রী ফুলবাগান থানায় অভিযোগ জানান। চালক অটো-সহ পলাতক।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার বিকেল ৪টে নাগাদ, পার্ক স্ট্রিট থানার ইলিয়ট রোডে। মৃতের নাম জোয়েব কাজী (৩৩)। তিনি ওই এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, ওই ব্যক্তির ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁর দেহটি উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জেনেছে, কোনও চাকরি না থাকার জন্য দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আগেও এক বার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
মেট্রো কর্মীদের তৎপরতায় রবিবার কালীঘাট স্টেশনে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। পুলিশ জানায়, বেলা ১১টা ৩৪ নাগাদ কর্মীরা দেখেন, এক ব্যক্তি ডাউন প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিয়েছেন। তখন কবি সুভাষগামী ট্রেন ঢুকছিল। কর্মীরা তৎক্ষণাৎ তৃতীয় লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। আহত অবস্থায় কসবার বাসিন্দা বছর পঞ্চান্নর ওই ব্যক্তিকে উদ্ধার করেন পুলিশ ও মেট্রোকর্মীরা। মেট্রো সূত্রের খবর, রবিবার সকালে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলে, তাই এর জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। |