একের পর এক অরক্ষিত এটিএম কাউন্টারে টাকা চুরি চেষ্টা করছিল দুষ্কৃতীরা। নাজেহাল অবস্থা হয়েছিল পুলিশের। এ দিকে ডিসেম্বরের শেষ দিকে হুগলির বলাগড়ে একটি ডাকাতির ঘটনায় পুলিশ বর্ধমানের মেমারি স্টেশন লাগোয়া এলাকার একটি ঘর থেকে দশ জনকে গ্রেফতার করে। ধৃতেরা উত্তরপ্রদেশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা এ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকত। দিনের বেলায় কম্বল বিক্রি করত রাস্তার ধারে বসে। আর রাতে দুষ্কর্ম করত। ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ধৃত ইন্দ্রজিৎ সিংহ, রামবক্স সিংহ, রাজকুমার সিংহ, বীজপাল সিংহ, শীষপাল সিংহ, বীরেন্দ্র সিংহ, বেরুলাল সিংহ, নীহারাজ সিংহ, হাকিম সিংহ, উমা পাল হুগলি পুলিশের কাছে জেরায় জানিয়েছে, তারা ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে টাকা চুরির চেষ্টায় বর্ধমান জেলায় বেশ কিছু এটিএম ভেঙেছিল তারা।
পুলিশ তাদের কাছ থেকে দু’টি গোপন ক্যামেরা, এটিএম ভাঙার বেশ কিছু যন্ত্রপাতি পেয়েছে। শনিবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন। সেখান থেকে দু’এক দিনের মধ্যেই কালনা যেতে হবে তাদের।
কালনা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এটিএম ভাঙার ঘটনা তদন্ত শুরু করবে বলে বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বর্ধমান জেলা পুলিশের এক কর্তা জানান, তাঁরা ভেবেছিলেন পুরো দলটাই ধরা পড়ে গিয়েছে। সেই মতোই তদন্তের কাজ গোটানো হচ্ছিল। ধৃতেরা যখন পুলিশ হেফাজতে সেই সময় বৃহস্পতিবার রাতে দাঁইহাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা করা হয়। ফলে পুলিশের মাথা ব্যাথা কিন্তু কমল না। |