স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে নানা অনুষ্ঠান হল খনি ও শিল্পাঞ্চল জুড়ে। রবিবার উখড়ার শঙ্করপুর মোড়ে যুব তৃণমূলের উদ্যোগে ২৫০ জন খুদে পড়ুয়ার হাতে স্লেট, পেনসিল, বর্ণ পরিচয় ও ধারাপাতের বই তুলে দেওয়া হয়। জামুড়িয়ার নিঘা মোড় তৃণমূল কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। পাণ্ডবেশ্বরের কেন্দ্রা জয়পুরিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত পুরুষদের ৬ কিলোমিটার ও মহিলাদের ৪ কিলোমিটার দৌড়ে হাজারখানেক প্রতিযোগী যোগ দেন। পুরুষ ও মহিলা বিভাগে প্রথম হন আসানসোলের আকাশ মণ্ডল এবং অনিতা দাস। আসানসোলের পুরনো আশ্রমমোড় থেকে বিবেকান্দ পার্ক পর্যন্ত ৭ কিলোমিটার শোভাযাত্রার আয়োজন করে আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। পা মেলান শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। স্কুল প্রাঙ্গণে বিবেকানন্দের জীবন-দর্শন নিয়ে আলোচনা চক্র হয়। ছিল পঙ্ক্তিভোজের আয়োজনও। জামুড়িয়ার রাজপুর-নন্ডী রমারানি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শনি ও রবিবার নানা অনুষ্ঠান হয়। রবিবার প্রভাতফেরিতে ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান এলাকার মানুষও। আসানসোল কল্যাণপুর আবাসন এলাকায় নানা স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রভাতফেরি হয় এ দিন। দুর্গাপুরে পুরসভার তরফে সৃজনী প্রেক্ষাগৃহের সামনে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। একটি ট্যাবলো ও র্যালি সিটি সেন্টার পরিক্রমা করে। ছিলেন মেয়র, ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। এমএএমসি এলাকার বন্ধুবর্গ ক্লাব বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। ৫ কিলোমিটার দৌড়ে বেনাচিতির সুজিত মাহাতো ২১ মিনিট ৪ সেকেন্ডে পথ অতিক্রম করে প্রথম হন। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সুব্রত সিংহ। পাণ্ডবেশ্বরের ‘স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী চর্চা কেন্দ্র’ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। বুদবুদের আমরা ক’জন ক্লাব সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। বসে আঁকো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আবৃত্তি, ক্যুইজ-সহ নানা বিভাগে যোগ দেন এলাকার বহু মানুষ।
|
তিন দিনের কৃষিমেলা শুরু হল অন্ডাল ও রানিগঞ্জ ব্লকে। রবিবার অন্ডালের মদনপুর গ্রাম এবং রানিগঞ্জের চাপুই গ্রাম ময়দানে মেলার সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। প্রতি দিনই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। মদনপুরে নিজের জমিতে ফলানো ১৫ কেজির লাউ মেলায় প্রর্দশনীতে নিয়ে এসে প্রথম পুরস্কার পেয়েছেন শ্রীরামপুর গ্রামের বিশ্বজিত দালাল। ২৭ ফুট লম্বা আখ নিয়ে এসে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মদনপুরের শিশির মণ্ডল। মেলায় প্রথম দিন সন্ধ্যায় ছৌ নৃত্য, দ্বিতীয় দিন বাউল এবং শেষ দিন নৃত্যনাট্য পরিবেশিত হবে। রানিগঞ্জের চাপুই গ্রামে কৃষকদের পুরস্কার দেওয়া হবে শেষ দিন। সেখানে প্রথম দিন বাউল, পরের দিন এলাকার শিল্পীদের দু’টি নাটক, শেষ দিন এলাকার শিল্পীরা রবীন্দ্র ও নজরুল নৃত্যগীতি পরিবেশনের মধ্যে দিয়ে মেলা শেষ হবে।
|