টুকরো খবর
শিক্ষকরা দেরিতে আসায় স্কুলে তালা
শিক্ষকেরা দেরিতে আসায় পঠনপাঠন ব্যাহত হচ্ছেএই অভিযোগে শনিবার গোঘাটের জয়কৃষ্ণপুর হাইস্কুলে তালা ঝোলানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বেলা ১১টা নাগাদ তালা ঝোলানো হয় স্কুলের গেটে। খোলা হয় দুপুর দেড়টা নাগাদ, স্কুল ছুটির পরে। স্কুলে ঢুকতে পারেননি সাত জন শিক্ষক। স্থানীয় তৃণমূল নেতা সমর কোলে বলেন, “এক বছর ধরে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতিকে বলছিলাম শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ঠিক সময়ে যেন আসেন। পঠনপাঠনে যেন ব্যাঘাত না ঘটে। কিন্তু কোনও গুরুত্ব দেওয়া হয়নি।” স্কুল সূত্রে জানা গিয়েছে, শিক্ষকদের দেরিতে আসার অভিযোগ নিয়ে দেড়টার পর বিশেষ বৈঠক ডাকে পরিচালন সমিতি। সেখানে অভিভাবকদেরও ডাকা হয়। প্রধান শিক্ষক রামচন্দ্র পালুই শিক্ষকদের দেরিতে আসার অভিযোগ মেনে নিয়েছেন। তিনি বলেন, “বৈঠকে স্কুল পরিচালনার ক্ষেত্রে যে সব ত্রুটি-বিচ্যুতিগুলির প্রসঙ্গ তুলেছেন অভিভাবক এবং স্থানীয় মানুষ সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” একই বক্তব্য স্কুল সম্পাদক রামরতন পালুইরও।

শ্রীরামপুরে মহিলা কলেজে গোলমাল
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) এবং এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও-র মধ্যে গোলমালের জেরে শনিবার উত্তেজনা ছড়াল শ্রীরামপুর গার্লস কলেজে। আগামী ২৮ জানুয়ারি ওই কলেজের ছাত্রী সংসদের ভোট। টিএমসিপি-র জেলা সহ-সভাপতি কৌশিক শীলের অভিযোগ, “ডিএসও বৃহস্পতিবার আমাদের কিছু মনোনয়নপত্র ছিঁড়ে দেয়। শনিবার ভারপ্রাপ্ত শিক্ষিকাকে তা জানাতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। চুলের মুঠি ধরে বের করে দেন। পুলিশকে সব জানানো হয়েছে।” ডিএসও-র ওই কলেজ ইউনিটের সভানেত্রী দীপিকা হালদারের পাল্টা অভিযোগ, “টিএমসিপি আমাদের প্রার্থীদের হুমকি দিচ্ছে। ওরাই আমাদের কয়েক জনের পরিচয়পত্র ছিঁড়ে দিয়েছে।” ভারপ্রাপ্ত শিক্ষিকা অনুরাধা ঘোষের দাবি, “একটি সংগঠন ডুপ্লিকেট ফর্ম দেওয়ার দাবি করছিল। নিয়মবিরুদ্ধ বলে রাজি হইনি। এখন মিথ্যা অভিযোগ করছে।”

সিলিন্ডার ওজনে কম, বিক্ষোভ
বেশ কিছু দিন ধরেই সন্দেহ দানা বাঁধছিল বাসিন্দাদের। শনিবার সকালে সেটাই প্রমাণ হল। এরপরই ওজনে কম গ্যাসের সিলিন্ডার সরবরাহ করার জন্যে পথ অবরোধ শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে হাওড়ার সাঁকরাইলের ঘটনা। এর জেরে প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ ছিল সাঁকরাইল-ধূলাগড় রাস্তা। পুলিশ ও স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সাঁকরাইল স্টেশন লাগোয়া একটি মুদির দোকানে গ্যাস সিলিন্ডার দিতে গিয়েছিলেন এক গ্যাস সরবরাহকারী। সন্দেহ হওয়ায় তাঁর সামনেই সিলিন্ডার ওজন করেন দোকানদার। দেখা যায়, নির্ধারিত মানের চেয়ে বেশ কিছুটা ওজনে কম রয়েছে। এরপর গাড়ি থেকে অন্য সিলিন্ডার নামিয়ে ওজন করান লোকজন। সব ক’টি সিলিন্ডারই ওজনে কম ধরা পড়লে প্রতিবাদে অবরোধ শুরু হয়।

অটোতে কিশোরীর শ্লীলতাহানি, ধৃত
চলন্ত অটোতে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে নাসিরুদ্দিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের ঘটনা। ধৃতের বাড়ি ক্যানিংয়ের পাঙ্গাসখালি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আত্মীয়দের সঙ্গে মেলায় ঘুরতে এসেছিল ওই কিশোরী। সেই সময়ে দু’তিন জন যুবক তার পিছু নেয় বলে অভিযোগ। বাড়ি ফেরার জন্য কিশোরী তার আত্মীয়দের সঙ্গে অটোতে উঠলে তারাও অটোতে ওঠে বলে কিশোরীর বাবা পুলিশকে জানিয়েছেন। অটোতেই কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

গণধর্ষণে ধৃত ২
দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল গাইঘাটার দুই যুবককে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা নাগাদ গাইঘাটার গাতি এলাকায় বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এক বান্ধবী মেয়েটিকে ওই যুবকদের মোটরবাইকে তুলে দিয়েছিল। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তারা ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার রাতে পুলিশ বলরাম মাতা এবং জিকো কীর্তনিয়া নামে দু’জনকে ধরেছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.