লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে তিনিই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বলে দাবি করলেন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের বাড়িতে সাংবাদিক বৈঠকে অভিজিৎবাবু বলেন, “বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ২০১১ সালে
বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশ কংগ্রেস তাই এ রাজ্যে জোট চায় না। রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রে যে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন সেখানে তাঁরাই আবার প্রার্থী হবেন।”
|
লগ্নি সংস্থার এক এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অশোক রবিদাস (৩৭)। তাঁর বাড়ি সামসেরগঞ্জের হাসানপুরে। শনিবার জঙ্গিপুরের জোতকমল গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ মেলে। আমানতকারীদের তাগাদায় তিনি বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। |