টুকরো খবর |
কোর্টে কর্মবিরতি |
শূন্যপদে কর্মী নিয়োগ, নতুন এজলাস চালু-সহ নানা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী এবং মুহুরিরা। ‘ঝাড়গ্রাম আইনজীবী ও মুহুরি জয়েন্ট অ্যাকশন কমিটি’র ডাকে গত ৬ জানুয়ারি থেকে এই কর্মবিরতি চলছে। এর জেরে বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে। সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। কমিটির পক্ষে প্রবীণ আইনজীবী সতীন্দ্রনাথ পতিচৌধুরী বলেন, “দাবি পূরণ না-হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।” |
|
|
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও তমলুক ব্লকের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক স্কুল পড়ুয়াদের
হাতে শনিবার
শিক্ষার উপকরণ তুলে দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।
|
|
|
দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার থেকে উদ্ধার হল ছ’টি উৎসর্গ ফলক। শনিবার পোড়ামাটির ওই ফলকগুলি
মিলেছে ওই প্রত্নস্থলের উত্তর দিকে মাটির চার মিটার গভীর থেকে। দৃশ্যত গোলাকার সব ক’টি ফলকেই ‘এ ধর্ম হেতু প্রভব’ ধারণমন্ত্রটি উৎকীর্ণ রয়েছে। রাজ্য পুরাতত্ত্ব দফতরের উপ-অধিকর্তা অমল রায় বলেন,
“ওই মন্ত্রের লিপিটি পঞ্চম-ষষ্ঠ শতকের ব্রাহ্মী। আমরা বেশ কিছু কাঠকয়লাও পেয়েছি।
তা কার্বন ডেটিংয়ের জন্য গবেষণাগারে পাঠানো হবে।” —নিজস্ব চিত্র। |
|