ডেভিসে ফিরলেন বোপান্না
সংবাদ সংস্থা • মুম্বই |
চিনা তাইপের বিরুদ্ধে ইনদওরের হার্ডকোর্টে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ডেভিস কাপ আঞ্চলিক গ্রুপের প্রথম রাউন্ড টাইয়ে ভারতীয় দলে ফিরলেন রোহন বোপান্না। মহেশ ভূপতির নাম নির্বাচনী বৈঠকে আলোচিত হলেও শেষ পর্যন্ত ৩৯ বছর বয়সি ডাবলস বিশেষজ্ঞকে নেওয়া হয়নি। দলের কোচ জিশান আলি বলেছেন, “আমরা মহেশকে নিয়ে আলোচনা করেছি। তবে ও এই মুহূর্তে সেমি-রিটায়ার্ড প্লেয়ার। এবং ওর চেয়ে বিশ্ব ডাবলস র্যাঙ্কিংয়ে রোহন এগিয়ে আছে। তবে মহেশ যে ওর শেষ ডেভিস কাপ ম্যাচ খেলে ফেলেছে সেটাও বলছি না।” বোপান্না ২০১২-র এপ্রিলে উজবেকিস্তানের বিরুদ্ধে শেষ ডেভিস কাপ খেলেছেন। তার পর লন্ডন অলিম্পিক বিতর্কে তাঁকে ও মহেশকে এআইটিএ বকলমে নির্বাসিত করে। আদালতের রায়ে ‘নির্বাসন’ উঠে গেলেও নিউজিল্যান্ড, কোরিয়া, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দু’জনের কাউকেই জাতীয় দলে বিবেচনা করেনি সবর্ভারতীয় টেনিস সংস্থা। কিন্তু ভারতীয় টেনিস প্লেয়ারদের সংস্থার (আইটিপিএ) জন্ম গত বছর হওয়ার পর ভারতের প্রথম ডেভিস কাপ টাইয়েই বোপান্নাকে দলে ফিরিয়ে নেওয়া হল এ দিন। এ ছাড়া দলে সোমদেব দেববর্মন, য়ুকি ভামব্রি বাদে একমাত্র নতুন মুখ সাকেত মিনেনি। যাঁকে পার্টনার নিয়ে গত মাসে মুম্বইয়েই আইটিপিএ-র প্রদর্শনী ডাবলস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেশ। রিজার্ভে জীবন এবং সনম সিংহ। বিশেষ আমন্ত্রণী প্লেয়ার হিসাবে রাখা হয়েছে রামকুমার রমানাথনকে। যিনি চেন্নাই ওপেনে প্রথম রাউন্ডে সোমদেবকে হারিয়েছেন। |
সিডনি ওপেনে ডাবলস ফাইনালে হেরে গেলেন রোহন বোপান্না-আইসাম কুরেশি। ৬-৭ (৩-৭), ৬-৭ (৩-৭) নেস্টর-নেনাদ জিমোনজিচের কাছে। |