টুকরো খবর
পথ-নিরাপত্তা সপ্তাহ পালন

বিধাননগর কমিশনারেটের উদ্যোগে শুরু হল
পথ-নিরাপত্তা সপ্তাহ। শনিবার।—নিজস্ব চিত্র।
কলকাতা ট্রাফিক পুলিশের ধাঁচে ‘ন্যাশনাল রোড সেফটি উইক’ শুরু করল বিধাননগর কমিশনারেট। চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত। শনিবার কমিশনারেটের অফিসের সামনে এক অনুষ্ঠান দিয়ে পথ-নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি শুরু হয়। আজ, রবিবার থেকেই পথ-নিরাপত্তা সপ্তাহ পালন শুরু হবে। লেকটাউন, বাগুইআটি, কৈখালি, এয়ারপোর্ট, চিনার পার্ক, নিউ টাউন বাসস্ট্যান্ড, বোলার্স ডেন ও করুণাময়ী মোড়ের মতো জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পথচারীদের সচেতন করার কাজ করবেন। সচেতনতা নিয়ে লিফলেটও ছড়ানো হবে। পাশাপাশি, কমিশনারেটের ৯টি থানা এলাকায় ফ্লেক্স লাগানো হবে। গ্রিন পুলিশের এক সাইকেল র্যালি এ দিন কমিশনারেটের ৯টি থানা এলাকা ঘোরে। ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার, যুগ্ম কমিশনার সুব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সব্যসাচী দত্ত, বিধায়ক সুজিত বসু, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সিধু, আবির চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, পায়েল সরকার-সহ বিশিষ্টেরা।

টাকা ‘হাতিয়ে’ গ্রেফতার প্রৌঢ়
গোয়েন্দা পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে কয়েক হাজার টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হল এক প্রৌঢ়। শনিবার, রানি রাসমণি অ্যাভিনিউ ও মট লেনের ক্রসিং থেকে। ধৃত উকিল সিংহ হাওড়ার বাসিন্দা। গত মঙ্গলবার শিবদাস ভট্টাচার্য নামে এক ব্যক্তি পুলিশকে জানান, ওই দিন এক প্রৌঢ় আইবি-র অফিসার পরিচয় দিয়ে তাঁর পথ আটকান। অভিযোগ, ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে শিবদাসবাবুর থেকে টাকা হাতান ওই প্রৌঢ়। বিষয়টি শিবদাসবাবু থানায় জানান। জেরায় অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ, রবিবার তাঁকে আদালতে তোলা হবে।

অফিসে আগুন
আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি রাজনৈতিক দলের কয়েকটি শাখা অফিস। শনিবার, বেহালা ট্রাম ডিপোর কাছে এক মাকের্ট কমপ্লেক্সে। দমকলের দু’টি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, বন্ধ থাকা ওই অফিসে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। পুলিশ জানায়, ওই কমপ্লেক্সের তিনতলায় আছে সিপিএমের যুব ও শিক্ষক সংগঠনের অফিস। এ দিন স্থানীয়েরা ওই অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশ এবং দমকলকে জানান।

‘প্রতারণা’, ধৃত
প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শনিবার বিকেলে, খড়গপুর থেকে। ধৃত প্রদীপ কুমার লোধ মেদিনীপুরের বাসিন্দা। পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়।

জয়প্রকাশের নামে
লাল ফিতের ফাঁসে আটকে ছিল ২৮ বছর। শেষ পর্যন্ত শনিবার জয়প্রকাশ নারায়ণের নামে রাস্তার নামকরণ হল কলকাতায়। উল্টোডাঙা থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত ই এম বাইপাসের নতুন নাম হল জয়প্রকাশ নারায়ণ সরণি। এই উপলক্ষে এ দিন জয়প্রকাশ জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি বেলেঘাটায় এক সভা করে। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাশীকান্ত মৈত্র, সমাজবাদী পার্টির নেতা রতন অগ্রবাল, সিপিএম কাউন্সিলর রাজীব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.