শীঘ্রই সংস্থা পরিচালন নিয়ে নয়া নীতি আনতে চলেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। শনিবার এ কথা জানিয়ে সেবি চেয়ারম্যান ইউ কে সিংহ বলেন, তাঁদের পরিচালন পর্ষদের পরবর্তী বৈঠকেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেখানে প্রস্তাবগুলি পাশ হলে তার পরই নয়া নির্দেশিকা চালু হবে।
এই নতুন নিয়মগুলির মধ্যে অন্যতম হল একই ব্যক্তির একাধিক সংস্থার পর্ষদে স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার বিষয়টি। বর্তমান কোম্পানি আইন অনুসারে কোনও এক ব্যক্তি শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থাগুলির ক্ষেত্রে সর্বাধিক ১০টিতে স্বাধীন ডিরেক্টর পদে থাকতে পারেন। কিন্তু সেবি সেই সংখ্যা আরও কমিয়ে আনার প্রস্তাব রেখেছে। এ ছাড়া, সংস্থার চিফ এগ্জিকিউটিভ অফিসার (সিইও)-এর বেতন, উত্তরসূরি খোঁজার মতো বিষয়গুলিও রয়েছে এই প্রস্তাবিত নয়া নির্দেশিকায়।
পাশাপাশি, নিয়ম অনুসারে এখন থেকে সেবি নিজেই কোনও সংস্থার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই সিদ্ধান্তে সাধারণ ছোট লগ্নিকারীরা আগের তুলনায় অনেক বেশি নিশ্চিন্ত বলেই এ দিন দাবি করেছেন ইউ কে সিংহ। আগামী দিনে বিশেষ অবস্থায় এই ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। এ দিকে, এমসিএক্স স্টক এক্সচেঞ্জ চালাতে ফিনান্সিয়াল টেকনোলজিস আদৌ সক্ষম কি না, সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তাঁর আশ্বাস। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতেই ফিনান্সিয়াল টেকনোলজিসকে স্টক এক্সচেঞ্জটি চালানোর রাশ নিজেদের হাতে রাখতে ‘ফিট অ্যান্ড প্রপার’ সার্টিফিকেট জমা দিতে বলেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। |