টুকরো খবর
ভাড়া বাড়াতে ২১ দিন সময় দিল বাস সংগঠন
এখনই ফের ধর্মঘটের পথে না-গিয়ে বাস-মালিক সংগঠনগুলি সময় বেঁধে আলোচনার পথ খোলা রাখছে। ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিতে চায় তারা। সরকার তার মধ্যে ভাড়া না-বাড়ালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৈঠকে বসে পরবর্তী আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে পাঁচটি সংগঠন। শুক্রবার তারা ৬ জানুয়ারির বাস ধর্মঘট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভাড়া বাড়ানোর জন্য চলতি মাসের সময়সীমার মধ্যে মুখ্যমন্ত্রী, পরিবহণমন্ত্রী ও মন্ত্রিগোষ্ঠীর কাছে ফের আর্জি জানানো হবে। সেই সঙ্গে বিক্ষোভ-সমাবেশও চলবে জেলায় জেলায়। সংগঠনগুলির নেতারা জানান, সরকার বিভিন্ন জায়গায় ধর্মঘটী বাস আটক করে জরিমানা করছে। অবিলম্বে জরিমানা নেওয়া বন্ধ না-হলে তাঁরা সরকারের বিরুদ্ধে আইনি পথে যেতে বাধ্য হবেন বলে হুমকিও দিয়েছেন নেতারা।

আদর্শ প্রশ্ন
একাদশ-দ্বাদশের নতুন পাঠ্যক্রমে এ বছরই প্রথম বার্ষিক পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। প্রশ্নের ধরন কেমন হবে, তা জানাতে আদর্শ প্রশ্নপত্র প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার বইটি প্রকাশ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ১৫ জানুয়ারি থেকে সংসদের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়ে ওই প্রশ্নপত্র কেনা যাবে। বলেন, “নতুন পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিক হবে ২০১৫-য়। মে মাসের মধ্যে তার আদর্শ প্রশ্নও প্রকাশ করবে সংসদ।” সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ মার্চ। ২৫ ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৫২টি ক্যাম্পাস অফিসে। মূলত টোকাটুকির কারণে গোলমাল হতে পারে, এমন কিছু স্পশর্কাতর কেন্দ্রের তালিকা তৈরির কাজ চলছে।

অধিকার দাবি
নবান্ন ও খাদ্য ভবনে সরকারি কর্মীদের আন্দোলন করার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক মনোজকান্তি গুহ। সম্প্রতি কমিটির রাজ্য সম্মেলনে নতুন কর্মসমিতি তৈরি হয়েছে। নতুন সম্পাদক মনোজবাবু শুক্রবার মহাকরণে অভিযোগ করেন, সরকারি কর্মীদের উপরে প্রশাসনিক সন্ত্রাস চলছে। সংগঠন ভাঙার উদ্দেশে তাঁদের এবং অন্যান্য কর্মী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। নবান্নে মিটিং-মিছিল ছাড়াও সব কর্মী ইউনিয়নের জন্য অফিসঘরের দাবি জানিয়েছে কো-অর্ডিনেশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.