|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
পরিপূর্ণ আমেজ |
শিশিরমঞ্চে সুস্মিতার গানে। শুনলেন বারীন মজুমদার। |
সুস্মিতা গোস্বামী নজরুলগীতির জন্যই খ্যাত। কিন্তু সম্প্রতি তিনি যে বাংলা আধুনিক গানেও মনোনিবেশ করছেন তারই এক সাম্প্রতিক নিদর্শন দেখা গেল শিশির মঞ্চে। ঝিনুক সেনগুপ্তের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের পরে তিনি মঞ্চে এলেন বাবলু বিশ্বাস (তবলা, ঢোল) ও দেবাশিস সাহা (কি বোর্ড) কে সঙ্গী করে এবং প্রথমেই নজরুলের ‘আবার ভালবাসার সাধ জাগে’ গানটি গেয়ে শ্রোতাদের উপভোগকে পূর্ণ করে তুললেন। এর পরেই তিনি গাইলেন গীতা দত্তের সেই বিখ্যাত গান ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ যা এখনও সমান জনপ্রিয়। এর পরে তিনি একে একে গাইলেন ‘শোন শোন কথাটি শোন’, ‘ললিতা গো ওকে আজ চলে যেতে বল না’, ‘ধিতাং ধিতাং বোলে’, ‘আমি কোন পথে যে চলি’ প্রভৃতি গানগুলি। শেষ করলেন লোকগীতি ‘সোহাগ চাঁদ বদনী’ দিয়ে। নিঃসন্দেহে বলা যেতে পারে সুস্মিতার কণ্ঠস্বর শিক্ষিত ও চর্চিত এবং অবশ্যই রাগরাগিণীর সৌন্দর্যকে গানের বাণীর সঙ্গে মিলিয়ে পূর্ণ করে তুলতে সক্ষম হয়েছে। এ ছাড়াও এদিন ছিল সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বাংলা গান ও পরিশেষে নিবেদিত হল ‘ডান্সার্স গিল্ড’-এর নৃত্যনাট্য ‘তাসের দেশ’। |
শুধুই কবিতা |
|
বাংলা অ্যাকাডেমিতে অন্বেষা নিবেদিত আবৃত্তি ও কবিতা পাঠের অনুষ্ঠানে সোমা মজুমদার তাঁর নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করলেন। কণ্ঠে বেশ নাটকীয়তা আছে। এর পর সোমার লেখা কবিতা পাঠ করলেন চলচ্চিত্র পরিচালক শেখর দাশ এবং পার্থসারথি জোয়ারদার।
এর পর রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি কবিতা পাঠ করলেন সুপ্রকাশ মুখোপাধ্যায়। ভাল লাগল স্বাগতা পাল, বন্দনা বন্দ্যোপাধ্যায়, বেলা সাধুখাঁর কণ্ঠে আবৃত্তি।
ইদানীং নতুন লেখকদের কবিতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। নতুন প্রতিভা অন্বেষণে এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়। |
|
|
|
|
|