টুকরো খবর
জয়ী দেহরাদূন, খড়্গপুর দ্বিতীয়
শেষ হয়ে গেল সারা ভারত কেন্দ্রীয় বিদ্যালয়ের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার খড়্গপুরের কলাইকুণ্ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের ময়দানে ওই প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। গত ৭ জানুয়ারি থেকে চলছিল ওই প্রতিযোগিতা। এ বার দেশের ২২টি অঞ্চল থেকে ২২টি দল যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। ফাইনালে পৌঁছয় কেন্দ্রীয় বিদ্যালয়ের খড়্গপুর আইআইটি শাখা ও আইএমএ দেহরাদূন। এ দিন ফাইনালে ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় আইএমএ দেহরাদূন শাখা। বিজয়ী দলের প্রতি খেলোয়াড়কে একটি করে সোনার মেডেল ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়াও সর্বোচ্চ গোলদাতা অভিষেক কাচারি ও সেরা খেলোয়াড় কমল রাওয়াতকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন কলাইকুণ্ডা বিমানঘাঁটির মুখ্য প্রশাসনিক আধিকারিক রাকেশ চাডা।

আইআইটিতে কর্মসংস্থান-কর্মশালা
নিজেদের আবিষ্কৃত পণ্যের বাণিজ্যিক প্রসার ঘটিয়ে কী ভাবে কর্মসংস্থান বাড়ানো যায় তা নিয়ে কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করল আইআইটির পড়ুয়ারা। শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর আইআইটি-র পড়ুয়াদের এন্টার প্রেনিওরশিপ সেলের উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হয়। ম্যানেজিং ডিরেক্টর অবিনাশ বশিষ্ঠ। এ বারের এই ‘গ্লোবাল এন্টার প্রেনিওরশিপ সামিট’ (জিইএস) ঘিরে আলোচনা ও কর্মশালা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এই ৩ দিনে ১১টি বিষয়ে আলোচনা ও ৯টি কর্মশালার আয়োজিত হবে। আয়োজক টেক মহিন্দ্রা, ফ্লিপকার্ট, আইবিএম, ইনফোসিসের মতো সংস্থা। একজন আইআইটি-র পড়ুয়া কী ভাবে চাকরি ছাড়া নিজের ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসায় যুক্ত হতে পারে এবং নিজস্ব সংস্থায় কর্মসংস্থান বাড়াতে পারেন সেই লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানের দায়িত্বে থাকা খড়্গপুর আইআইটির পড়ুয়া রূপককুমার ঠাকুর বলেন, “এই সেমিনার ও ওয়ার্কশপে শুধুমাত্র আইআইটি নয়। দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ুয়ারা যোগ দেবেন বলে আশা করছি।”

শহরে অবস্থান-বিক্ষোভ
অবাধ ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি করে এসএফআই। এ দিন দুপুরে মেদিনীপুর কলেজ মোড়ের কাছে এই কর্মসূচি হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। ওই কর্মসূচির পাশাপাশি জেলাশাসকের দফতর এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে ওই সব দাবিতে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে জানিয়েছে এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক সৌগত বলেন, “সামনে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। ইতিমধ্যে কলেজে কলেজে শাসক দলের ছাত্র সংগঠন সন্ত্রাস শুরু করেছে। এ ক্ষেত্রে পুলিশ-প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।”

বিজেপির কর্মিসম্মেলন
নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কর্মী সম্মেলন করল বিজেপি। শুক্রবার খড়্গপুরের গোলবাজার দুর্গামন্দিরে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ছিলেন জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় ও শহর সভাপতি প্রেমচাঁদ ঝাঁ। খড়্গপুর শহরের বিজেপি কিছুটা প্রভাব রয়েছে। তা মাথায় রেখে আগামী ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদির কলকাতার ব্রিগ্রেড সমাবেশের আগে কর্মীদের চাঙ্গা করতেই এই সম্মেলন বলে খবর। সম্মেলনে দলের যুব, সংখ্যালঘু, মহিলা-সহ সবক’টি মোর্চা থেকে একজনকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই আহ্বায়কদের প্রত্যেককে ৬১ জন করে সদস্য সংগ্রহ করতে বলা হয়েছে।

গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে। দু’পক্ষ হাতাহাতিতে জড়ায়। পরে ক্যাম্পাসের মধ্যে মিছিল—পাল্টা মিছিল হয়। ছাত্র সংসদ নির্বাচনের আগে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বও বিড়ম্বনায় পড়েছেন। নেতৃত্বের অবশ্য দাবি, শুক্রবারের ঘটনাটি গোষ্ঠী সংঘর্ষ নয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “দুপুরে একটা গোলমাল হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.