টুকরো খবর
জখম যুবকের মৃত্যু নলহাটিতে
মৃত্যু হল দুর্ঘটনায় জখম এক যুবকের। মৃতের নাম সুজয় দাস (২৪)। বাড়ি নলহাটি থানার বাউটিয়া গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পিকনিক থেকে ট্রাক্টরে ফিরছিলেন সুজয়। বাউটিয়ায় ঢোকার মুখে বাউটিয়া-ভবানন্দপুর রাস্তায় ট্রাক্টর থেকে পড়ে যান সুজয়। জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

সামাজিক সুরক্ষা শিবির
চার মাসে শ্রম দফতরের তিনটি শিবির হয়েছে পাথর শিল্পাঞ্চল মহম্মদবাজারে। শুক্রবারের শিবিরটি হয়েছে মহম্মদবাজারের টুরকু হাঁসদা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। ১০ জন নির্মাণ শ্রমিকের হাতে সাইকেল, পরিবারের উপার্জিত ব্যক্তির মৃত্যুর পরে নির্ভলশীল নিকট আত্মীয়কে অনুদান, পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হয়। রাজ্যের শ্রমসচিব অমল রায়চৌধুরী, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, জেলা শ্রম দফতরের আধিকারিক সৌম্যনীল সরকার শিবিরে উপস্থিত আদিবাসী ও শ্রমজীবী লোকজনকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে বোঝান।

নাম নথিভুক্ত করতে লাইন। —নিজস্ব চিত্র।
মন্ত্রী বলেন, “এই এলাকার শ্রমবীজী মানুষজনের সমস্যা আছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা যাতে তাঁরা পান, তার ব্যবস্থা করা। জেলায় প্রায় ২০-২২ হাজার পাথর শ্রমিক আছেন। ইতিমধ্যে ১৫ হাজার শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। এখনও ৫-৭ হাজার বাকি আছে। শীঘ্রই হয়ে যাবে বলে আশা করছি।”

চ্যাম্পিয়ন সিউড়ি
দুবরাজপুর বড় গুনসীমা ক্রিকেট টুর্নামেন্ট কমিটি আয়োজিত সীমিত ওভার ক্রিকেট প্রতিযোগিতা এমজিআর ট্রফি জিতল সিউড়ির টাউন ক্রাউন একাদশ। শুক্রবার গুনসীমা মাঠে প্রতিযোগিতার ফাইনালে সিউড়ির কাছে ৪৯ রানে পরাজিত হয় হুগলির চন্দননগরের ওরিয়েন্ট ক্লাব। প্রথমে ব্যাট করে সিউড়ির দলটি ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান। জবাবে ৮৫ রানে অল আউট হয়ে যায় হুগলির দলটি। উদ্যোক্তারা জানান, বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ছাড়াও নগদ ৪০ হাজার ও ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী ঘোষ। গত ৫ জানুয়ারি শুরু হওয়া ওই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।

দুর্ঘটনায় জখম
নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ খয়রাশোলের অজয় সেতুর কাছে ভীমগড়ে, রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে উল্টে গেল বাস। জখম হয়েছেন ৮-১০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজনগর-আসানসোল রুটের ওই বাসটি সকালে আসানসোলের দিকে যাচ্ছিল। হঠাত্‌ রাস্তায় ডিভাইডার হিসেবে ব্যবহৃত পুলিশের রাখা বালিভর্তি ড্রামে বাসটি ধাক্কা মারে। তবে চালক ও খালাসি পালাতক। পুলিশ গাড়িটি আটক করেছে।

কোথায় কী


স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতা।
আয়োজক: রামপুরহাট বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি।
স্থান: রামপুরহাট দেশবন্ধু রোড দুর্গাপুজো মণ্ডপ।

সিউড়ির আনন গোষ্ঠীর নাটক কঙ্কলীলাবতী কথা।
স্থান: সিউড়ি ডিআরডিসি হল। সময়: সন্ধ্যা সাড়ে ৬টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.