প্রেম-বিপাকে প্রেসিডেন্ট
সংবাদ সংস্থা • প্যারিস
১০ জানুয়ারি |
এক অভিনেত্রীর সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছিল একটি পত্রিকা। সেই পত্রিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্রেসিডেন্ট ও তাঁর থেকে বছর কুড়ির ছোট ওই অভিনেত্রীর বেশ কিছু ঘনিষ্ঠ ছবি-সহ সম্প্রতি সাত পাতার প্রতিবেদন ছেপেছিল পত্রিকাটি। তার শিরোনাম দেওয়া হয়েছিল ‘প্রেসিডেন্টস সিক্রেট লাভ’। তার পর থেকেই শুরু জটিলতা। প্রথমে দু’জনকে নিয়ে চর্চা, কানাঘুষো শুরু হয়। অল্প ক’দিনেই যা চরমে ওঠে। প্রেসিডেন্ট অবশ্য প্রথম দিকে মুখে কুলুপ এঁটেই ছিলেন। কিন্তু সে নীরবতা ভাঙল শুক্রবার। জনসমক্ষে পরিষ্কার জানিয়ে দিলেন, এই ধরনের অপপ্রচার কিছুতেই মেনে নেবেন না তিনি।
|
১৭ লাখ জ্বালালেন দুই মহিলা |
আশপাশ থেকে চিৎকার, “জ্বালিও না, জ্বালিও না।’’ কিন্তু তাতে কান দিলেন না দুই পাক-মহিলা। ব্যাঙ্ক থেকে ১৭ লক্ষ টাকা তুলেই রাস্তায় তা জ্বালিয়ে দিলেন ওই দুই বোন নাহিদ ও রুবিনা। পঞ্জাব প্রদেশের ঝিলাম জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, তিন দিন আগে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে চেয়েছিলেন তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে কিছু দিন সময় চান। তাতে চটে যান দু’জনেই। সেই রাগের জেরেই বৃহস্পতিবার হাতে টাকা পাওয়ার পরে জ্বালিয়ে দেন। টাকা পেতে বিলম্ব হওয়াতেই এই জ্বলন্ত প্রতিবাদ। |