টুকরো খবর
অধরা গণ-ধর্ষণ, খুনে অভিযুক্তরা
এক মহিলাকে গণধর্ষণ করে খুন করার ছয় দিন পরে পুলিশ এক জনও অপরাধীকে গ্রেফতার করতে না পারায় সুজাপুর এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার মালদহ জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর কালিয়াচক থানা ঘেরাও করে কালিয়াচক অবরুদ্ধ করার ডাক দিয়েছেন। তিনি বলেন, “আমরা ৪৮ ঘণ্টা পুলিশকে সময় দিয়েছিলাম। পুলিশ তার মধ্যে ঘটনার কোনও কিনারাই করতে পারেনি। বিষয়টি দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। কিন্তু আর নয়। অভিযুক্তদের ধরার দাবিতে ১-২ দিনের মধ্যেই কালিয়াচক থানা ঘেরাও করে কংগ্রেস বিক্ষোভ দেখাবে।” পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত মৃতার মোবাইলটি উদ্ধার করেছে। পাশাপাশি, ফোনের কললিস্ট দেখে জানা গিয়েছে, গচ ৩ জানুয়ারি সন্ধ্যায় ওই টেলিফোন থেকে এক যুবককে ফোন করা হয়। এ ছাড়াও একাধিক বার ওই নম্বরে কথা হয়েছে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “সন্দেহভাজন এক জনকে জেরা করা হচ্ছে। কয়েক জনের নাম মিলেছে। খুব শীঘ্রই ঘটনার কিনারা হয়ে যাবে।”

নিষ্ক্রিয়তার অভিযোগ ব্যবসায়ীদের
পুলিশির নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে পথে নামলেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকালে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স ও বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির শতাধিক সদস্য রায়গঞ্জে বিদ্রোহী মোড় থেকে পুর বাস স্ট্যান্ড হয়ে অশোকপল্লি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। ব্যবসায়ীদের অভিযোগ, এক মাসে শহরের ৫টি অলঙ্কারের দোকানে চুরির ঘটনা ঘটলেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে গত মঙ্গলবার থেকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির ডাকে রায়গঞ্জে অনির্দিষ্টকালের জন্য অলঙ্কার ব্যবসা বন্ধ শুরু হয়েছে। চেম্বার অফ কমার্স উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু ও বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রায়গঞ্জ ব্লক সম্পাদক তড়িত্‌ লাহিড়ীর অভিযোগ, ৫টি দোকানের লঙ্কার চুরি হয়েছে। এক জনও গ্রেফতার হয়নি। পুলিশ যতদিন না পর্যন্ত দুষ্কৃতীদের ধরে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তত দিন অলঙ্কারের দোকান বন্ধ থাকবে।” থানা আইসি দীনেশ প্রামাণিক পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে দেন।

অপমৃত্যুর তদন্ত দাবি
যুবকের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বুধবার বালুরঘাটের পরাণপুর এলাকায় রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটে। গত সোমবার এলাকার এক যুবকের মৃতদেহ দুই কিলোমিটার দূরে মাহিনগর এলাকার একটি নয়ানজুলি থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সঞ্জয় অধিকারী (৩৫)। গত ৪ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বালুরঘাট থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃতের পরিবারের লোকজন নিখোঁজের অভিযোগ দায়ের করে। এ দিনই মৃতের বাড়ির লোকজন খুনের অভিযোগ করেন। তদন্ত চলছে।” মৃতের বাবা পরিমল অধিকারি বলেন, “পুলিশ তদন্তের ব্যাপারে তত্‌পর ছিল না। বাসিন্দারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে সকালে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান।”

ব্যাগ কেটে চুরি
ব্যাঙ্কে ব্যাগ কেটে দুই কর্মীর কাছ থেকে অ্যাডিশনাল সাব রেজিস্ট্রি দফতরের দুই লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কোচবিহারে সাগরদিঘি লাগোয়া এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই ঘটনা ঘটেছে। কোচবিহারের অতিরিক্ত সাব রেজিস্ট্রি দফতরের এক করণিক ও পিওন সরকারি রাজস্বের ২ লক্ষ ১৬ হাজার টাকা জমা দিতে একসঙ্গে ব্যাঙ্কে যান। টাকা জমা দেবার জন্য লাইনে দাঁড়ান তাঁরা। টাকা জমা দিতে গিয়ে ওই কর্মীরা দেখেন ধারালো কিছু দিয়ে ব্যাগে চিরে দেওয়া হয়েছে। টাকা নেই। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। ওই টাকা উদ্ধার করা যাবে বলে আশা করছি।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “মামলা রুজু করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

নিখোঁজের মৃতদেহ
তিন দিন নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মেখলিগঞ্জ থানার তালতলা থেকে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খুন করে ওই ব্যাক্তিকে মাটির নীচে পুঁতে রাখা হয়। নাম হরিপদ রায় (৩৭)। মেখলিগঞ্জের খরখড়িয়া বাসিন্দা পেশায় ভ্যানচালক হরিপদবাবু সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পাঁচ মাস আগে হরিপদবাবুর স্ত্রী প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। সোমবার সন্ধ্যায় স্ত্রীর ফোন পেয়ে হরিপদবাবু বাইরে যান। পুলিশ হতের স্ত্রী, প্রেমিককে জেরা করছে।

গুলিতে যুবক খুন
গুলি চালিয়ে এক যুবককে খুন করে পালাল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ইসলামপুরের কালনাগিন এলাকাতে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মহম্মদ ইদনাসুল (২৮)। রাতে ওই যুবক দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে নন্দঝাড় থেকে ভেরস্থানে ফিরছিলেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.