রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পুরোদস্তুর তৈরি চাঁচল। সিদ্ধেশ্বরীদেবীর নামাঙ্কিত রুপোর মেমেন্টো আর শিবরাম সমগ্র রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে তাঁকে বরণ করবেন স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানমঞ্চের নামকরণও করা হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্র তথা সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর নামে। সেই মঞ্চের দু’দিকে রাখা হয়েছে সিদ্ধেশ্বরীদেবী ও শিবরামের প্রতিকৃতি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুতি প্রায় শেষ সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। আজ, শুক্রবার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উত্সবের শুরু হচ্ছে। উত্সবে যোগ দিতে রাষ্ট্রপতির সঙ্গে আসবেন রাজ্যপাল এমকে নারায়ণও। আজ দুপুর সওয়া ১টা নাগাদ চাঁচলে পৌঁছে স্কুলের অনুষ্ঠানে ৪০ মিনিট থাকার কথা তাঁর।
রাষ্ট্রপতিকে বরণ করতে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ-প্রশাসনের কর্তাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। মহকুমাসদর চাঁচলের রাস্তাঘাট-সহ হেলিপ্যাড, অনুষ্ঠানমঞ্চ এ দিন সকাল খেকেই কার্যত নিরাপত্তারক্ষীদের দখলে চলে যায়। নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন পুলিশকর্মী। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।” |
প্রশাসন ও স্কুল সূত্রে জানা গিয়েছে, কলিগ্রামে হেলিপ্যাড থেকে দুকিলোমিটার দূরে অনুষ্ঠান মঞ্চে হাজির হওয়ার শুরুতেই রয়েছে ফটোসেশন। স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের নিয়ে ওই ফটোসেশনের পর জাতীয় সঙ্গীত গেয়ে শোনাবে পুলিশ ব্যান্ড। তার পরেই প্রধান শিক্ষকের স্বাগত ভাষণের পর স্মারকলিপি পাঠ করবেন পরিচালন সমিতির সম্পাদক। এর পরেই রাষ্ট্রপতিকে বরণের পালা। প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সম্পাদক ও উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর রাষ্ট্রপতিকে বরণ করবেন। ওই সময়েই সিদ্ধেশ্বরী দেবীর নামাঙ্কিত স্কুল কর্তৃপক্ষের তরফে সিদ্ধেশ্বরীদেবীর স্মারক রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হবে শিবরাম সমগ্র বইটি। বরণ শেষে শিবরামের আবক্ষ মূর্তির উন্মোচন ও স্মারক পত্রিকা প্রকাশ করবেন রাষ্ট্রপতি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিবরামের আবক্ষ মূর্তির উন্মোচনের পরে বক্তব্য রাখবেন পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ভাষণ। তার পর ১টা বেজে ৩৮ মিনিটে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি। দুপুর ২টোয় মঞ্চ ছাড়বেন রাষ্ট্রপতি। প্রথমে চাঁচলে মধ্যাহ্নভোজনের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। বরণের সময় অবশ্য স্কুলের ৩ ছাত্রীর থাকার অনুমতি মিলেছে। সব মিলিয়ে মঞ্চে ৭ জন থাকবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অনুষ্ঠানের ঘোষক হিসেবে থাকবেন শিক্ষক সুদীপ সোম।
স্কুলে ৫ দিনের অনুষ্ঠানে বাউল কার্তিক দাস, গোলাম ফকির, কৃষ্ণ দাস ও রাজু দাস বাউলের অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া বাকি ৪ দিন ধরেও প্রখ্যাত গায়ক-শিল্পীদের নিয়ে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সব কমিটির দুই সদস্য ইন্দ্রনারায়ণ মজুমদার ও নির্মল দাস বলেন, “রাষ্ট্রপতি আসবেন। আমরা গর্বিত। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে আমরা সকলে তৈরি।” |