রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তা রক্ষীদের থাকার বন্দোবস্ত করতে মালদহের চাঁচলে ৭টি স্কুল সহ কলেজে ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারি চাঁচলে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন তিনি। সঙ্গে আসছেন রাজ্যপালও। রাষ্ট্রপতি আসার ৩ দিন আগেই মঙ্গলবার থেকে ওই ৮ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “দেশের রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে সমঝোতার জায়গা নেই। নিশ্ছিদ্র নিরাপত্তার খাতিরে চাঁচলে পুলিশকর্মীর প্রয়োজন। কিন্তু তাঁরা থাকবেন কোথায়? সে জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যবস্থা করা হচ্ছে।’’ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশিস চৌধুরী বলেছেন, “রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে পুলিশ-প্রশাসনকে যা যা করার তা করতে হবে।” |
রাষ্ট্রপতিকে নিয়ে এখানে নামবে হেলিকপ্টার। ছবি তুলেছেন বাপি মজুমদার। |
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে চাঁচলে পৌঁছবেন রাষ্ট্রপতি। কলিগ্রাম স্কুল মাঠে বায়ু সেনার হেলিকপ্টার থেকে নেমে দুই কিলোমিটার দূরে চাঁচলে অনুষ্ঠানস্থল। রাষ্ট্রপতির যাতায়াতের পথ অনুষ্ঠান স্থল, হেলিপ্যাড সহ গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গোটা রাজ্য থেকে ১২০০ পুলিশকর্মী বুধবার থেকে চাঁচলে আসতে শুরু করেছেন। স্কুলগুলিতেই তাঁদের থাকার বন্দোবস্ত করতে হয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ ব্লকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা কর্মীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে সেগুলি হল, চাঁচল কলেজ সহ চাঁচল সিদ্ধেশ্বরী স্কুল, কলিগ্রাম হাইস্কুল, কলিগ্রাম গার্লস স্কুল, বীরস্থল হাইস্কুল, খরবা এগ্রিল হাইস্কুল ও দরিয়াপুর ইমামপুর বারম্বোল হাইস্কুল। রাষ্ট্রপতির সফরের পরে শনিবার থেকে ফের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে। |