টুকরো খবর |
গোলমাল হল হলদিবাড়িতেও
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
মনোনয়নজমা দেওয়া নিয়ে হলদিবাড়ি শহরে কয়েক দফায় গোলমাল হল। বুধবার প্রথম দফায় গোলমালের জেরে ফরওয়ার্ড ব্লকের হলদিবাড়ি ব্লকের সম্পাদক ইন্দ্রজিৎ সিংহ নিগৃহীত হন বলে অভিযোগ। দ্বিতীয় দফায় সিপিএমের হলদিবাড়ি জোনাল কমিটির অফিসে হামলা করা হয়। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তাদের অফিসেও হামলা হয়েছে। |
ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পেশ ঘিরে হলদিবাড়ি কলেজের
গোলমালের রেশ ছড়াল শহরেও। বুধবার। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়। |
তবে কোনও অফিসেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। হলদিবাড়ি কলেজে ২৮টি আসনের জন্যে এদিন ৬১ জন মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থী ২৮টি, বাম মোর্চা ২২টি, ডিএসও ১০টি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত প্রার্থীরা ১ টি আসনে মনোনয়নপত্র জমা দেন।
|
সৌন্দর্যায়নে নাগরিক সভা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সাগরদিঘিরে সাজানোর জন্য নাগরিক সভা ডাকল কোচবিহার জেলা প্রশাসন। বুধবার জেলাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে বনমন্ত্রী, পরিষদীয় সচিব সহ প্রশাসন ও মৎস্য দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে আগামী ১৫ জানুয়ারি ওই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে জেলাশাসকের দফতর চত্বরের ল্যান্সডাউন হলে নাগরিক সভা হবে। তাতে নাগরিক মঞ্চ, হেরিটেজ সোসাইটি, পরিবেশ প্রেমী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সমিতির পাশাপাশি বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানান হবে। রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “সাগরদিঘির সঙ্গে রাজ আমলের ঐতিহ্য জড়িয়ে থাকায় সেটিকে সাজানোর পরিকল্পনা নিয়েও আমরা বাসিন্দাদের মতামতকে সন্মান জানাতে চাইছি।”
|
দু’দলে সংঘর্ষে জখম ৩০ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মনোনয়ন জমা কেন্দ্র করে বাম ছাত্র মোর্চা ও টিএমসিপির সংঘর্ষে অন্তত ৩০ জন জখম হয়েছেন। বুধবার দুপুরে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটেছে। ২০ জনকে মেখলিগঞ্জ ও চ্যাংরাবান্ধা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেখলিগঞ্জ কলেজে মনোনয়ন দিয়ে ফেরার সময় চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় দুই শিবিরের সমর্থকদের মধ্যে বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায়। তারপরেই লাঠিসোটা, ধারাল অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। এসএফআইয়ের জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী বলেন, “টিএমসিপির ছেলেরা বহিরাগতদের নিয়ে আমাদের কর্মীদের ওপর চড়াও হন। ১০ জন জখম হন। ৫ জনকে হাসপাতালে ভর্তি করান হয়েছে।” টিএমসিপির জেলা কার্যকরী সভাপতি অরিন্দম দে বলেন, “বাম ছাত্র মোর্চা হামলা করলে আমাদের ২০ জন জখম হন। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের তিন সমর্থককে পুলিশ গ্রেফতার করে।”
|
বাগানে বকেয়া চেয়ে বিক্ষোভ |
বকেয়া রেশন ও মজুরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন কয়েকশ শ্রমিক। বুধবার দুপুরে কুমারগ্রামের তুরতুরি চা বাগানে। দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর মালিক পক্ষ এক সপ্তাহের মধ্যে বকেয়া রেশন ও মজুরি দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। শ্রমিকদেরে অভিযোগ, ১৫ সপ্তাহের রেশন ও চার সপ্তাহের মজুরি বকেয়া। মালিক গড়িমসি করছে। বাগান ম্যানেজার কুন্দন সিংহ বলেন, “আজ, বৃহস্পতিবার থেকে বকেয়া দেওয়া শুরু করা হবে।”
|
বরাদ্দ ৩০ কোটি |
দক্ষিণ দিনাজপুরে বন্যা নিয়ন্ত্রণ ও নদী বাঁধ নির্মাণে ৩০ কোটি টাকা বরা সেচ দফতর। বুধবার রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে এসে ওই কথা ঘোষণা করেন। সেচমন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে দক্ষিণ দিনাজপুরে কিছু নদীবাঁধ তৈরির কাজ শেষ। বালুরঘাট ও কুমারগঞ্জের সমজিয়া, রসুলপুর এলাকায় আত্রেয়ী নদীবাঁধ, গঙ্গারামপুরে পুণর্ভবার বাঁধ, বংশীহারিতে টাঙন নদীর বাঁধ মেরামতির কাজে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন কুশমন্ডি ব্লকের তুলাই নদীর উপর একটি সেতু তৈরির শিলান্যাস করেন সেচমন্ত্রী। তিনি জানান, ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুর কাজ পুজোর আগে শেষ হবে। বালুরঘাটে এসে সেচমন্ত্রী দফতরের একটি গেস্ট হাউসের উদ্বোধন করেন।
|
পুড়ে মৃত্যু বৃদ্ধের |
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মালদহের চাঁচলের বৈরগাছিতে বুধবার সকালে ঘটনাটি ঘটে। মৃতের নাম ভূদেব রায় (৬৫)। পেশায় কাঠমিস্ত্রি ভূদেববাবু বাড়িতেই অগ্নিদগ্ধ হন। বাড়িতে কেউ ছিলেন না। প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকার আগেই তিনি পুড়ে মারা যান। পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার চোপড়া সোনাপুর এলাকায়। মৃতের নাম রবি রাম (২৬)। এ দিন সকালে ওই যুবক বাড়িতে বিষ খায় বলে অভিযোগ। চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
ফেল থেকে পাশ |
মার্কসিটে ভুল শিলমোহর দেওয়ায় ফেল করা ছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নিলেন কোচবিহার সুনীতি অ্যাকাডেমি কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা মধুমিতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘটনার কথা স্বীকার করেন। স্কুলের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় দুটি বিভাগে শতাধিক ছাত্রীর ৭ জন একাধিক বিষয়ে পাশ করতে পারেনি। চারজনের মার্কসিটে পাশ শিলমেঙ্গে আলোচনা করে ওই সাত জনকেই দশম শ্রেণিতে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। |
|