টুকরো খবর |
পঞ্চায়েত সমিতির ওয়েবসাইট
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কোন প্রকল্পে পঞ্চায়েত সমিতি কত অর্থ বরাদ্দ করেছে এ বার কম্পিউটারের পর্দায় নিমেষে তা দেখতে পারবেন কাশীপুরের বাসিন্দারা। বাসিন্দারাও ঘরে বসেই পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষকেও এলাকার সমস্যা থেকে নানা বিষয়ে জানানো যাবে। এমনই কিছু সুবিধা দিতে নিজস্ব ওয়েবসাইট চালু করল কাশীপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, পঞ্চায়েত সমিতি সংক্রান্ত যাবতীয় তথ্য www.kashipurps.inওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। এর ফলে কাজে স্বচ্ছতাও থাকবে।
|
বিষ্ণুপুরে বিজ্ঞান শিবির |
|
কৌতূহলী নজর। —নিজস্ব চিত্র। |
রামানন্দ কলেজের বিজ্ঞান বিভাগ আয়োজিত দু’দিনের বিজ্ঞান শিবির শেষ হল বৃহস্পতিবার। শিবিরে আলোচনা সভা ছাড়াও ছিল বিজ্ঞান বিষয়ক নানা উপকরণের প্রদর্শনী। বহু মানুষ এসেছিলেন। ছিল এলাকার স্কুল পড়ুয়ারাও।
|
সেরা খাতড়ার খুদে ‘মুখ্যমন্ত্রী’ |
যুব সংসদের বাঁকুড়া জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয় (উচ্চমাধ্যমিক)। বুধবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে যুব সংসদের চূড়ান্ত প্রতিযোগিতাটি হয়। দ্বিতীয় হয়েছে সারেঙ্গা গালর্স হাইস্কুল। বাঁকুড়ার মগরা হাইস্কুল তৃতীয় হয়েছে। ব্যক্তিগত ভাবে খাতড়া কংসাবতী হাইস্কুলের ছাত্রী মেঘনা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী সেজেছিলেন) ও ছাত্র অর্ণব পাত্র (বিরোধী দলনেতা সেজেছিলেন) প্রথম হয়েছেন। প্রতিযোগিতায় ২৫টি হাইস্কুল যোগ দিয়েছিল। |
|