রাজ্যস্তরের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতায় টানা তিন বছর চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করল মুর্শিদাবাদ জেলা। এই কারণে জেলার ২৫ জন কৃতী খুদে ক্রীড়াবিদকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। বুধবার দুপুরের ওই সংবর্ধনা অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠ থেকে শুরু হয়ে পৌঁছায় মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে।
মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সাগির হোসেন বলেন, “২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিন বার মুর্শিদাবাদ জেলা রাজ্যস্তরের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করল। কৃতীরা ক্রীড়াবিদদের অনেকেই দুঃস্থ আদিবাসী, তফশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের।” |
শিল্ড নিয়ে কৃতী খুদেরা। —নিজস্ব চিত্র। |
এ বার রাজ্য স্তরের ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল ২৯-৩১ ডিসেম্বর পুরুলিয়ার সৈনিক স্কুলে। মুর্শিদাবাদের কৃতীদের তলিকায় রয়েছে সাগরদিঘির চরদিঘি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সহদেব মুর্মু। সে লং জাম্পে প্রথম হয়। হাই জাম্পে প্রথম বেলডাঙার বাণীপীঠ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বাপি সোরেন। এ বার ২০০ মিটার দৌড় ও লং জাম্পে প্রথম মুর্শিদাবাদের এলাহিগঞ্জ-রাইতনবাগ শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্র সাইনুদ্দিন মোল্লা। বাগডাঙা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী কোয়েল লেট ৭৫ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছে। বোখরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মৌসুমি প্রামাণিক ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছে। গোবিন্দপুর হাইস্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র খুসিবুর রহমান ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে। |