বয়স ভাঁড়ানো কেলেঙ্কারিতে অভিযুক্ত সব ক্রিকেট কোচিং ক্যাম্প কড়া শাস্তি পাবে বলে ঘোষণা করেছিল সিএবি। কিন্তু শেষ পর্যন্ত যা দাঁড়াল, তাতে সামান্য আর্থিক জরিমানা আর মুচলেকা দিলেই ছাড়া পেয়ে যেতে চলেছে অভিযুক্ত কোচিং ক্যাম্পগুলি।
প্রাথমিক ভাবে তেরোটি কোচিং ক্যাম্পকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল সিএবি। যার মধ্যে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভিডিওকন স্কুল অব ক্রিকেট এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মেনল্যান্ড সম্বরণের মতো কোচিং ক্যাম্প। তবে সেই শাস্তি ঘোষণার দিনই ক্যাম্পগুলি জানিয়ে দেয়, রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য তারা আবেদন করবে সিএবি-র কাছে।
এ দিন সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক হল, পঁচিশ হাজার টাকা এবং মুচলেকা জমা দিলে ক্যাম্পগুলির উপর নির্বাসন স্থগিত রাখা হবে। তবে ভবিষ্যতে যদি তারা একই দোষে অভিযুক্ত হয়, তা হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তেরোটির মধ্যে বারোটি ক্যাম্প আবেদন করায় তাদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হল। পিসি ঘোষাল ক্রিকেট অ্যাকাডেমি নামক একটি ক্যাম্পই শুধু আবেদন করেনি। বাকি ক্যাম্পদের বলা হবে, সিএবি-র চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে তাদের টাকা এবং মুচলেকা জমা করতে হবে। সেটা না করতে পারলে তাদের উপর পুরনো শাস্তিই বহাল থাকবে। প্রসঙ্গত, বয়স ভাঁড়ানোয় অভিযুক্ত ৪২ ক্রিকেটারের এক জনও আবেদন করেনি। ওয়ার্কিং কমিটি বৈঠকে এটাও ঠিক হল যে, এখন থেকে সিএবি-র গঠনতন্ত্রে আইনের একটি নতুন ধারা যোগ করা হবে। তা হল: বয়স ভাঁড়ানোর অভিযোগে ধরা পড়লে ক্রিকেটারদের আজীবন নির্বাসন এবং কোচিং ক্যাম্প ও কোচেদের দশ বছর নির্বাসন।
তাদের অনড় স্টান্স থেকে সিএবি-র সরে আসার পিছনে কেউ কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা দেখছেন। মনে করা হচ্ছে, সিএবি-র প্রাথমিক রায়ে তিনি বিরক্ত ছিলেন। তা ছাড়া সিএবি-র একাংশের মত, এতগুলো কোচিং ক্যাম্পকে নির্বাসিত করলে অম্বর রায় (অনূর্ধ্ব ১৪) টুর্নামেন্ট প্রভাবিত হতে পারে। আগে যদিও বলা হয়েছিল যে, দরকারে সেই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। সর্বসম্মত ভাবে অবশ্য একটা কারণ মেনে নেওয়া হচ্ছে। প্রথম বারই কোচিং ক্যাম্পগুলিকে কড়া শাস্তি দিলে সেটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তাই তাদের প্রতি নরম ভাব দেখানো হচ্ছে। প্রসঙ্গত, কোচিং ক্যাম্পগুলির দেওয়া আর্থিক জরিমানার টাকা জমা হবে সিএবি-র প্লেয়ার্স বেনেভোলেন্ট ফান্ডে। |