|
|
|
|
কাজিরাঙায় নবজাতক হস্তি-শাবক জয়রাজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মৃত্যুর পরের দিনই জন্ম নিল ‘জয়রাজ’! গতকালই মারা গিয়েছে কাজিরাঙার সবচেয়ে বয়স্ক কুনকি হাতি, জয়রাজ। আর তার ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক পোষ্য, ফুলমাইয়ের গর্ভে জন্ম নিল পুরুষ নবজাতক। তা নিয়ে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে কাজিরাঙার মাহুতদের মধ্যে। বনকর্মী, মাহুতদের কাছে এ পুনর্জন্ম ছাড়া আর কিছু নয়। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার পশু চিকিৎসক অঞ্জন তালুকদার জানান, আজ ভোর পাঁচটা নাগাদ ১৭ বছরের ফুলমাই প্রথম সন্তানের জন্ম দেয়। মা ও শিশু সুস্থ রয়েছে। |
|
মা ফুলমাইয়ের সঙ্গে সদ্যোজাত ‘জয়রাজ’। বৃহস্পতিবার কাজিরাঙায়। ছবি: অদিতি রাজাগোপাল। |
১৯৯৭ সালে মাত্র তিন মাস বয়সে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ফুলমাইকে উদ্ধার করা হয়েছিল। তখন থেকেই সে বনবিভাগের হস্তিযূথের সদস্য। কাজিরাঙায় বন দফতরের ৬০টি হাতির বাহিনী দু’বছরে কমে ৫৫ হয়ে গিয়েছিল। গত বছর নিজেদের মধ্যে লড়াইয়ের জেরে ও অসুস্থতার কারণে মারা যায় গৌতম, রতন, বাবু ও গব্বর। গত কাল মারা যায় ৭৩ বছরের জয়রাজ। ১৯৬৭ সালে ৪ বছর বয়স থেকে কাজিরাঙার সঙ্গে যুক্ত সবচেয়ে বড় ও নামকরা হাতি জয়রাজের মৃত্যুতে গত কাল কাজিরাঙায় শোকের ছায়া নেমে এসেছিল। কিন্তু আজ ফুলমাইয়ের পুত্রসন্তানের মুখ দেখে শোকের পরিবেশ বদলে গিয়েছে উৎসবে। বন দফতর সিদ্ধান্ত নিয়েছে, নবজাতকটির নাম রাখা হবে ‘জয়রাজ’। |
|
|
|
|
|