কুলটিতে ট্রেনে কাটা পড়ল সাপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রেনে কাটা পড়ল প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। বৃহস্পতিবার সকালে কুলটির সেল গ্রোথ ডিভিশনের কারখানার পিছনের রেললাইনে সাপটি ট্রেনের তলায় কাটা পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সাপটি কোনও ভাবে কারখানা থেকে বেরিয়ে রেললাইনে চলে এসেছিল। লাইন থেকে সরার আগেই ট্রেন এসে পিষে দেয় সাপটিকে। এলাকাবাসীরা পরে সাপটিকে মাটির তলায় কবর দিয়ে দেন।
|
ফের হাতির উৎপাতে ঘুম ছুটল বড়জোড়াবাসীর। বুধবার গভীর রাতে একটি রেসিডেন্সিয়াল হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে বড়জোড়ার পালপাড়া, নামোপাড়া, রায় কলোনি ও বাসস্ট্যান্ড এলাকা দাপিয়ে বেড়ায়। বেশ কিছু মুদি ও স্টেশনারি দোকানের দরজা ভেঙে মালপত্র নষ্ট করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি। গ্রামবাসীরা জানান, রাত ১টা নাগাদ হাতিটি পালপাড়া এলাকার বাসিন্দা কার্তিক পালের মুদিখানা দোকানে লোহার গেট ভাঙতে শুরু করে। শব্দে জেগে ওঠেন এলাকার মানুষ। খবর পেয়ে পুলিশ যায়। কিন্তু হাতিদের তাণ্ডব চলতেই থাকে। পাশাপাশি আরও কয়েকটি মুদিখানা ও স্টেশনারি দোকানেও তাণ্ডব চালায় হাতিটি। বড়জোড়া পঞ্চায়েতের সদস্য গোপাল দে বলেন, “সব মিলিয়ে ন’টি মুদিখানা ও স্টেশনারি দোকানে ভাঙচুর করে হাজার হাজার টাকার ক্ষতি করেছে হাতিটি। বন দফতরের কাছে আমরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।” বাসিন্দাদের বক্তব্য, দিনের পর দিন হাতির তাণ্ডব বেড়েই চলেছে বড়জোড়ায়। অথচ বন দফতর সদর্থক পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আরও বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। বড়জোড়ার রেঞ্জ আধিকারিক মোহন শীট বলেন, “একটি রেসিডেন্সিয়াল হাতিই মাঝে মধ্যে ঝামেলা পাকাচ্ছে এলাকায়। আমরা হাতিটির উপর নজর রাখছি।” ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।
|
হাতির হামলায় ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হল ডুয়ার্সের হিলা চা বাগানে। বুধবার রাতের ঘটনার পরে বৃহস্পতিবার খুনিয়া রেঞ্জ বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের দুপুর অবধি চা বাগানে ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিতে বিক্ষোভ ওঠে। হিলা চা বাগানের ৩ সেকশনে দুটি হাতি বুধবার রাতে তাণ্ডব চালায়। জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানান, ফের চা বাগানে যাতে হাতি না ঢুকে পড়ে তার জন্যে বনকর্মীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
|
জলপাইগুড়ি ডিভিশনের লাটাগুড়ি রেঞ্জের অধীন বড়দিঘি বিটের সেগুন বাগান লোপাট হয়ে যাচ্ছে দিনের বেলায়। দিন কয়েকের মধ্যে ৮-১০টি গাছ মাটির ফুট তিনেক উপর থেকে কেটে নেওয়া হয়েছে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে ডিএফও বিদ্যুত্ সরকার বৃহস্পতিবার বলেন, “সেগুন গাছ কাটা নিয়ে কেউ কিছু জানাননি। খোঁজ নিয়ে দেখছি।”
|
ফের হাতির উৎপাতে ঘুম ছুটল বাঁকুড়ার বড়জোড়াবাসীর। বুধবার গভীর রাতে একটি রেসিডেন্সিয়াল হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে বড়জোড়ার পালপাড়া, নামোপাড়া, রায় কলোনি ও বাসস্ট্যান্ড এলাকা দাপিয়ে বেড়ায়। বেশ কিছু মুদি ও স্টেশনারি দোকানের দরজা ভেঙে মালপত্র নষ্ট করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি। বন দফতরের তরফে গ্রামবীসীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। |