|
|
|
|
আবর্জনায় ভরা পশু হাসপাতাল, ক্ষুব্ধ মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে ভাঙা গাড়ি, অচল অ্যাম্বুল্যান্স। চারিদিকে জমে রয়েছে আবর্জনাও। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের ম্যান্ডেলা পার্কের কাছে অবস্থিত জেলা পশু হাসপাতালের এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, “ওই হাসপাতালে বড় পশু যেমন, গরু, মোষ ইত্যাদিকে এনে চিকিৎসা করানোর পরিকাঠামোই নেই। কুকুর ছাগলদের চিকিৎসার জন্য আনা হয়। আমি ওদের বলে এসেছি, যে কাজ করছেন তা যেন ঠিক ভাবে করা হয়। পাশাপাশি ওদের বলেছি, ওই হাসপাতালের চত্বরে যেটুকু জায়গা রয়েছে, তা যেন পরিচ্ছন্ন রাখা হয়।”
|
|
হাসপাতাল চত্বরেই জমে নোংরা।—নিজস্ব চিত্র। |
তবে হাসপাতালের বেহাল দশা প্রসঙ্গে জেলা প্রাণীসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর কিশলয়কুশল পাল বলেন, “মন্ত্রী হাসপাতালে এসে চারিদিক নোংরা দেখে জানতে চান কেন এমন অবস্থা। আমরা ওঁকে জানিয়েছি, হাসপাতালে কিছু নির্মাণ কাজ চলছে। তাই চারিদিকে বালি সিমেন্ট পড়ে রয়েছে।”
এ দিনই ক্ষুব্ধ মন্ত্রী জানান, বর্ধমানের নবাবহাটে দুগ্ধকেন্দ্রের ভেতর তিন কোটি টাকা ব্যায়ে আধুনিক পশু হাসপাতাল গড়ে তোলা হবে। ওই হাসপাতাল ভবন তৈরির কাজও শেষ করে দিয়েছে জেলা পরিষদ। মার্চের মধ্যে সমস্ত যন্ত্রপাতি বসিয়ে ওই আধুনিক পশু হাসপাতাল চালু করা হবে বলেও তিনি জানান।
স্বপনবাবু আরও বলেন, “রাজ্যের বুকে ক্রমেই ডিমের চাহিদা বাড়ছে। এই চাহিদার মাথায় রেখে আমরা বিপিএল তালিকাভুক্ত পরিবারের মধ্যে জেলায় জেলায় ৫০ লক্ষ মুরগির ছানা বিলি করব। জেলায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার মুরগির ছানা বিলি করা হবে। মার্চের মধ্যে এই কাজের উদ্যোগ করা হবে। প্রয়োজনে ভিন রাজ্য থেকে মুরগির ছানা আনা হবে।”
|
|
|
|
|
|